মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চোর আখ্যা দিয়ে স্কুলছাত্রকে পিটুনি, হাসপাতালে ভর্তি

ফরিদপুর প্রতিনিধি

চোর আখ্যা দিয়ে স্কুলছাত্রকে পিটুনি, হাসপাতালে ভর্তি

ফরিদপুরের বোয়ালমারীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে চোর আখ্যা দিয়ে বেদম পিটুনি দিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আহত ওই ছাত্রকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর পরিবার ও এলাকাবাসী জানায়, দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের কৃষক রাজা মোল্যার ছেলে রাঙামুলারকান্দি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সাব্বির (১২) ভোরে ফজর নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিল। পথে মাজেদ মাস্টারের বাড়ির উঠান পার হওয়ার সময় সেখানকার লোকজন তাকে ধরে ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর বাড়ির লোকজন তাকে চুরির অপবাদ দিয়ে বেদম মারধর করে। তারা শিশুটির হাতের নখ প্লাস দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে সাব্বিরের বাবা-মা স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যান। সাব্বিরের বাবা রাজা মোল্যা বলেন, তার স্ত্রী মাজেদ মাস্টারের বাসায় কাজ করত। গত কয়েক মাস আগে অসুস্থতার কারণে তিনি কাজ ছেড়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির লোকজন তার ছেলেকে মারধর করেন।

এ বিষয়ে মাজেদ মাস্টারের ছেলে ফারুক বলেন, তিনি এ বিষয়ে সামনাসামনি কথা বলবেন। বোয়ালমারী থানার ওসি জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর