বগুড়ার সোনাতলা উপজেলার সুজাইতপুর থেকে বালুয়া সড়কে ব্রিজ থাকলেও সংযোগ সড়ক নেই। সড়কের গোবরচাপা বিলের পাশের ব্রিজের সঙ্গে সংযোগ সড়ক না থাকায় সুজাইতপুর থেকে বালুয়া পর্যন্ত সরাসরি চলাচল করতে পারছে না। আশপাশের প্রায় ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে উঠেছে। নানা প্রয়োজনে ও চলাচল করতে হচ্ছে প্রায় ৫ কিলোমিটার ঘুরে। এলাকাবাসী অতিদ্রুত ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের পথকে সুগম করার দাবি জানিয়েছেন। জানা যায়, বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর থেকে বালুয়া সড়কটি দীর্ঘদিন আগে নির্মিত। এই সড়ক দিয়ে স্থানীয়রা চলাচল ছাড়াও এলাকায় উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ কৃষকদের। এলাকায় উৎপাদিত শীত সবজি হিসেবে লাউ, আলু, বেগুন, মরিচ, মুলা, বাঁধাকপি এবং বছরে তিনটি করে ধান চাষ হয়ে থাকে। সুজাইতপুর থেকে বালুয়া সড়কটি পাকাকরণ করা হয় প্রায় ৪ বছর আগে। ওই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। বিগত বন্যার সময় ওই সড়কের গোবরচাপা বিলের পাশের্^ ব্রিজটির একপাশের্^র মাটি ধসে গেছে। এরপর থেকে ওই সড়ক দিয়ে সাধারণ মানুষসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। ফলে ওই সড়ক দিয়ে চলাচল করা মানুষের গন্তব্য স্থলে পৌঁছাতে যাতায়াত করতে হয় প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরের পথে ঘুরে ঘুরে। ওই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০/২৫ হাজার মানুষ উপজেলা শহর ও জেলা শহরে যাতায়াত করেন। এছাড়া বিভিন্ন যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। স্থানীয় আযাদুল ইসলাম, শামিম হোসেনসহ অনেকে জানিয়েছে, সরকারের লাখ লাখ টাকা খরচ করে সড়ক পাকাকরণ ও ব্রিজ নির্মাণ করা হলেও ওই সড়কটি জনগণের কোনো কাজে আসছে না। প্রায় ১০ মাস ধরে সড়কটি দিয়ে চলাচল বন্ধ থাকার বিষয়টি স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিরা অবগত থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দ্রুত সময়ের মধ্যে ব্রিজের পাশের্^র মাটি ভরাট করে চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
সোনাতলায় নেই সংযোগ সড়ক দুর্ভোগে ২০ হাজার মানুষ
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর