বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল করছে ১৪ গ্রামের কয়েক হাজার মানুষ। নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর-চাপড়া সরমজানী ও চড়াইখোলা ইউনিয়নের সংযোগে সাঁকোর পরিবর্তে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। পঞ্চপুকুর ইউনিয়নের উত্তর কাচারিপাড়া-কারবালার ডাঙ্গা এলাকার ওপর দিয়ে বহমান যমুনেশ্বরী নদীর ওপর অবস্থিত এই সাঁকো। বাপ-দাদার আমল থেকে এই পথ দিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। সরেজমিন গিয়ে দেখা যায় উত্তর কাচারিপাড়া হয়ে বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয় ‘কারবালার ময়দান’। সেখানে নামাজ আদায় করেন ১৪ গ্রামের মানুষ। সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বাইসাইকেল, অটোরিকশা কিংবা মোটরসাইকেল। যে কোনো মুহূর্তে সাঁকো ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। প্রতি বছর বর্ষার আগেই স্থানীয়রা নগদ টাকা, বাঁশ এবং শ্রম দিয়ে সাঁকো তৈরি করে থাকেন। এতে সহযোগিতা করে ইউনিয়ন পরিষদ। স্থানীয় রবিউল ইসলাম (৫৫) জানান, বাপ-দাদার আমল থেকে আমরা বাঁশের সাঁকো ব্যবহার করে নদী পার হয়ে আসছি। বর্ষা মৌসুমে কষ্টের শেষ থাকে না। অনেকে আশ্বাস দিয়েছেন। ইঞ্জিনিয়ার এসে মাপজোক করে নিয়ে গেছেন, কিন্তু কাজ হচ্ছে না। গৃহবধূ তানজিনা বেগম বলেন, এখানে ব্রিজ হলে যাতায়াতের অনেক সুবিধা হয়। সেতুর অভাবে এলাকাটিও পিছিয়ে রয়েছে। পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান বলেন, এখানে ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে। ব্রিজটি হয়ে গেলে দুর্ভোগ কমে যাবে স্থানীয়দের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নীলফামারীর সিনিয়র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ওই এলাকায় ব্রিজ নির্মাণের জন্য অফিশিয়ালি যা করা দরকার আমরা করেছি। একটি প্রকল্প পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পাস হয়ে এলে দ্রুত কাজ শুরু হবে।
শিরোনাম
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা