বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল করছে ১৪ গ্রামের কয়েক হাজার মানুষ। নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর-চাপড়া সরমজানী ও চড়াইখোলা ইউনিয়নের সংযোগে সাঁকোর পরিবর্তে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। পঞ্চপুকুর ইউনিয়নের উত্তর কাচারিপাড়া-কারবালার ডাঙ্গা এলাকার ওপর দিয়ে বহমান যমুনেশ্বরী নদীর ওপর অবস্থিত এই সাঁকো। বাপ-দাদার আমল থেকে এই পথ দিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। সরেজমিন গিয়ে দেখা যায় উত্তর কাচারিপাড়া হয়ে বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয় ‘কারবালার ময়দান’। সেখানে নামাজ আদায় করেন ১৪ গ্রামের মানুষ। সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বাইসাইকেল, অটোরিকশা কিংবা মোটরসাইকেল। যে কোনো মুহূর্তে সাঁকো ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। প্রতি বছর বর্ষার আগেই স্থানীয়রা নগদ টাকা, বাঁশ এবং শ্রম দিয়ে সাঁকো তৈরি করে থাকেন। এতে সহযোগিতা করে ইউনিয়ন পরিষদ। স্থানীয় রবিউল ইসলাম (৫৫) জানান, বাপ-দাদার আমল থেকে আমরা বাঁশের সাঁকো ব্যবহার করে নদী পার হয়ে আসছি। বর্ষা মৌসুমে কষ্টের শেষ থাকে না। অনেকে আশ্বাস দিয়েছেন। ইঞ্জিনিয়ার এসে মাপজোক করে নিয়ে গেছেন, কিন্তু কাজ হচ্ছে না। গৃহবধূ তানজিনা বেগম বলেন, এখানে ব্রিজ হলে যাতায়াতের অনেক সুবিধা হয়। সেতুর অভাবে এলাকাটিও পিছিয়ে রয়েছে। পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান বলেন, এখানে ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে। ব্রিজটি হয়ে গেলে দুর্ভোগ কমে যাবে স্থানীয়দের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নীলফামারীর সিনিয়র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ওই এলাকায় ব্রিজ নির্মাণের জন্য অফিশিয়ালি যা করা দরকার আমরা করেছি। একটি প্রকল্প পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পাস হয়ে এলে দ্রুত কাজ শুরু হবে।
শিরোনাম
- দুপুরের খাবারের পরে ১০ মিনিট কেন হাঁটবেন?
- ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত
- দুদকের সেই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
- বর্ষায় ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ যেভাবে দূর করবেন
- সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা দেশের ৬ অঞ্চলে
- বৃষ্টিতে বির্পযস্ত ঝিনাইদহের জনজীবন
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
বাঁশের সাঁকোয় পারাপার
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর