বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল করছে ১৪ গ্রামের কয়েক হাজার মানুষ। নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর-চাপড়া সরমজানী ও চড়াইখোলা ইউনিয়নের সংযোগে সাঁকোর পরিবর্তে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। পঞ্চপুকুর ইউনিয়নের উত্তর কাচারিপাড়া-কারবালার ডাঙ্গা এলাকার ওপর দিয়ে বহমান যমুনেশ্বরী নদীর ওপর অবস্থিত এই সাঁকো। বাপ-দাদার আমল থেকে এই পথ দিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। সরেজমিন গিয়ে দেখা যায় উত্তর কাচারিপাড়া হয়ে বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয় ‘কারবালার ময়দান’। সেখানে নামাজ আদায় করেন ১৪ গ্রামের মানুষ। সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বাইসাইকেল, অটোরিকশা কিংবা মোটরসাইকেল। যে কোনো মুহূর্তে সাঁকো ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। প্রতি বছর বর্ষার আগেই স্থানীয়রা নগদ টাকা, বাঁশ এবং শ্রম দিয়ে সাঁকো তৈরি করে থাকেন। এতে সহযোগিতা করে ইউনিয়ন পরিষদ। স্থানীয় রবিউল ইসলাম (৫৫) জানান, বাপ-দাদার আমল থেকে আমরা বাঁশের সাঁকো ব্যবহার করে নদী পার হয়ে আসছি। বর্ষা মৌসুমে কষ্টের শেষ থাকে না। অনেকে আশ্বাস দিয়েছেন। ইঞ্জিনিয়ার এসে মাপজোক করে নিয়ে গেছেন, কিন্তু কাজ হচ্ছে না। গৃহবধূ তানজিনা বেগম বলেন, এখানে ব্রিজ হলে যাতায়াতের অনেক সুবিধা হয়। সেতুর অভাবে এলাকাটিও পিছিয়ে রয়েছে। পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান বলেন, এখানে ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে। ব্রিজটি হয়ে গেলে দুর্ভোগ কমে যাবে স্থানীয়দের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নীলফামারীর সিনিয়র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ওই এলাকায় ব্রিজ নির্মাণের জন্য অফিশিয়ালি যা করা দরকার আমরা করেছি। একটি প্রকল্প পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পাস হয়ে এলে দ্রুত কাজ শুরু হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বাঁশের সাঁকোয় পারাপার
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর