বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল করছে ১৪ গ্রামের কয়েক হাজার মানুষ। নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর-চাপড়া সরমজানী ও চড়াইখোলা ইউনিয়নের সংযোগে সাঁকোর পরিবর্তে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। পঞ্চপুকুর ইউনিয়নের উত্তর কাচারিপাড়া-কারবালার ডাঙ্গা এলাকার ওপর দিয়ে বহমান যমুনেশ্বরী নদীর ওপর অবস্থিত এই সাঁকো। বাপ-দাদার আমল থেকে এই পথ দিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। সরেজমিন গিয়ে দেখা যায় উত্তর কাচারিপাড়া হয়ে বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয় ‘কারবালার ময়দান’। সেখানে নামাজ আদায় করেন ১৪ গ্রামের মানুষ। সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বাইসাইকেল, অটোরিকশা কিংবা মোটরসাইকেল। যে কোনো মুহূর্তে সাঁকো ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। প্রতি বছর বর্ষার আগেই স্থানীয়রা নগদ টাকা, বাঁশ এবং শ্রম দিয়ে সাঁকো তৈরি করে থাকেন। এতে সহযোগিতা করে ইউনিয়ন পরিষদ। স্থানীয় রবিউল ইসলাম (৫৫) জানান, বাপ-দাদার আমল থেকে আমরা বাঁশের সাঁকো ব্যবহার করে নদী পার হয়ে আসছি। বর্ষা মৌসুমে কষ্টের শেষ থাকে না। অনেকে আশ্বাস দিয়েছেন। ইঞ্জিনিয়ার এসে মাপজোক করে নিয়ে গেছেন, কিন্তু কাজ হচ্ছে না। গৃহবধূ তানজিনা বেগম বলেন, এখানে ব্রিজ হলে যাতায়াতের অনেক সুবিধা হয়। সেতুর অভাবে এলাকাটিও পিছিয়ে রয়েছে। পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান বলেন, এখানে ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে। ব্রিজটি হয়ে গেলে দুর্ভোগ কমে যাবে স্থানীয়দের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নীলফামারীর সিনিয়র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ওই এলাকায় ব্রিজ নির্মাণের জন্য অফিশিয়ালি যা করা দরকার আমরা করেছি। একটি প্রকল্প পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পাস হয়ে এলে দ্রুত কাজ শুরু হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বাঁশের সাঁকোয় পারাপার
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর