মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অতিথি না করায় ইউএনওকে প্রাণনাশের হুমকি

ময়মনসিংহ প্রতিনিধি

একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে অতিথি না করায় ময়মনসিংহের গৌরীপুর ইউএনও হাসান মারুফকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে। একই সঙ্গে ইউএনওর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে রবিবার রাতে ইউএনও গৌরীপুর থানায় মামলা করেছেন। গৌরীপুরের ওসি খান আবদুল হালিম সিদ্দিকী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলায় ছয়জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারির আলোচনা সভার ব্যানারে নাম না থাকায় ঘটনার দিন সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা দলবল নিয়ে ইউএনও কার্যালয়ে হাজির হন। এ সময় তিনি প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সামনে ইউএনওর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে যে কোনো অনুষ্ঠানের ব্যানারে তার নাম না থাকলে ইউএনওকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান সোহেল রানা বলেন, একটি জাতীয় অনুষ্ঠানের সভায় আমার নাম ব্যানারে না থাকায় অপমান বোধ করছিলাম। ইউএনওর কার্যালয়ে গিয়ে বিষয়টি জানতে চাওয়ার আগেই তিনি উত্তেজিত হয়ে আমাকে বের হয়ে যেতে বলেন। এ সময় আমিও কিছুটা উত্তেজিত হয়ে উনার সঙ্গে তর্ক করেছিলাম। প্রাণনাশের হুমকি বা দেখে নেওয়ার কথা বলিনি।

সর্বশেষ খবর