বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলা চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন এবং ভাঙচুর করা হয়েছে তিনটি। ইউনিয়নের পাতাকাটা এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী আখতারুজ্জামান বাদল খান বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এবং লোকজনকে মারধর করেছে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মহসিন হাওলাদার বলেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগ প্রার্থীর মামাতো ভাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবের নেতৃত্বে আমার লোকজনকে মারধর এবং দোকানপাট ভাঙচুর করেছে। তিনি বলেন, আমার দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করেছে তিনটি মোটরসাইকেল।

আমতলী থানার ওসি শাহ আলম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থল থেকে দুটি পোড়ানো এবং তিনটি ভাঙচুর করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদিকে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সোহেলী পারভীন মালার দুই কর্মিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের বিরুদ্ধে। আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী এলাকায় গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর