রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সূর্যমুখীর ফলনে খুশি চাষি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সূর্যমুখীর ফলনে খুশি চাষি

ফুলপুরে সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। উপজেলার ১০ ইউনিয়নে সরকারিভাবে বিনামূল্যে এবার সূর্যমুখীর বীজ দেওয়া হয়। উপসহকারী কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে ২০০ বিঘা জমিতে এবারই প্রথম সূর্যমুখীর চাষ হয়।

রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের কৃষক সিদ্দিকুল ইসলাম তোলা মিয়া, আবুল কালাম ও সিরাজুল ইসলাম জানান, এবার তারা ৮০ শতাংশ জমিতে কৃষি পুনর্বাসনের আওতায় সূর্যমুখী চাষ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পৌষের শুরুর দিকে সূর্যমুখীর চাষ করতে হয়। এটা খুবই লাভজনক ফসল। ঠিকমতো পরিচর্যা করলে মাত্র ১১০ দিনে এ ফসল ঘরে তোলা যায়।’ উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘আমাদের ধারণার চেয়ে বেশি ফলন হয়েছে।’ কৃষক আবুল কালাম বলেন, ‘আগে শুনছিলাম প্রতি হেক্টর জমিতে ১ হাজার ৬০০ কেজি সূর্যমুখী বীজ ফলবে। এখন মনে হচ্ছে হেক্টরপ্রতি ফলন হবে আড়াই থেকে ৩ হাজার কেজি। এতে আমরা খুশি।’ চাষিরা বলেন, সূর্যমুখী চাষে নানাবিধ সুফল রয়েছে। এর লাকড়ি বিক্রি করা যায়। ফুল থেকে সংগ্রহ করা যায় মধু। স্থানীয়ভাবে তেল উৎপাদনের ব্যবস্থা করতে পারলে আরও লাভবান হওয়া যেত বলেও জানান তারা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ফুলপুরে এবারই প্রথম সূর্যমুখীর চাষ হয়েছে। ১০ ইউনিয়নের ২০০ কৃষকের প্রত্যেকের জমিতেই সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে।

সর্বশেষ খবর