মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অপরিকল্পিত বোরো আবাদে মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে উত্তরাঞ্চলে

নজরুল মৃধা, রংপুর

এক কেজি বোরো ধান উৎপাদনে পানির সর্বোচ্চ প্রয়োজন ১ হাজার ২০০ লিটার। সেখানে উত্তরাঞ্চলের কৃষকরা পানি ব্যবহার করছেন ৪ থেকে সাড়ে ৪ হাজার লিটার। যার ফলে পানি ভূগর্ভে বেশি নিচে যেতে পারছে না। ফলে উৎপন্ন হচ্ছে মিথেন গ্যাস। এই গ্যাসের কারণে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে। উত্তরাঞ্চলে বোরো আবাদ বেশি হওয়ায় মিথেন গ্যাসের বিরূপ প্রতিক্রিয়া পড়ছে এই অঞ্চলে। এ তথ্য কৃষিবিদ ও দুর্যোগব্যবস্থাপনা নিয়ে কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগব্যবস্থা বিভাগের বিভাগীয় প্রধান আবু রেজা মো. তৈহিদুল ইসলাম ও কৃষিবিদ আবু সায়েম জানান, মিথেন গ্যাস উৎপন্নে বিশ্বে বাংলাদেশ ৮ নম্বরে। দেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে উত্তরাঞ্চল। বোরো ধান সেচনির্ভর। প্রতি কেজি বোরো ধান উৎপাদনে ১ হাজার ২০০ লিটার পানিই যথেষ্ট। এ অঞ্চলের কৃষকরা প্রয়োজনের অতিরিক্ত ৪ থেকে সাড়ে ৪ হাজার লিটার পানি ব্যবহার করছেন। যা প্রকৃতির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তারা জানান, সেচের পানি খেতের ১৫ সেন্টিমিটার নিচে যাওয়ার পর পানি দেওয়ার নিয়ম।

সর্বশেষ খবর