শিরোনাম
শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ত্রাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

ত্রাণের দাবিতে মানববন্ধন

ত্রাণের দাবিতে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন করেছেন মোটর শ্রমিকরা। সাতক্ষীরা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে গতকাল বেলা ১১টায় শত শত শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ প্রমুখ। বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত লকডাউনে সাতক্ষীরার বাস -মিনিবাস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।

তারা শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের আহ্বান জানান।

সাতক্ষীরা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম বলেন, টানা ১৭ দিন লকডাউনে বাস-মিনিবাস বন্ধ থাকায় ৩ হাজার শ্রমিক পরিবারের কষ্টে দিন কাটছে। এখন পর্যন্ত তাদের জন্য কেউ সহায়তার হাত বাড়ায়নি। এ সময় সাধারণ শ্রমিকদের সহায়তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

 

সর্বশেষ খবর