শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

নওগাঁ প্রতিনিধি

গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

নওগাঁর আত্রাইয়ে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার কাজ চলছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও সরকারিভাবে তা সংস্কারের পদক্ষেপ নেয়নি। অবশেষে গ্রামবাসী রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। সংস্কার কাজ শেষ হলে ওই এলাকার হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ লাঘব হবে। জানা যায়, আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম শেখতারাটিয়া। এ গ্রামে আছে একটি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজসহ কয়েকটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। গ্রামের পাশ দিয়ে ভবানীপুর-শাহাগোলা পাকা রাস্তা চলে গেছে। এ রাস্তার সঙ্গে গ্রামের রাস্তার সংযোগ না থাকায় লোকজনের দুর্ভোগ পোহাতে হতো। গ্রামবাসীর কষ্ট কমাতে ১৯৯৬ সালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রামের ভিতর দিয়ে প্রায় দুই হাজার ফুট দীর্ঘ ইটসোলিং রাস্তা করা হয়। বিগত ৫ বছর থেকে রাস্তাটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিভিন্ন স্থানে ইটের সোলিং উঠে মরণ ফাঁদে পরিণত হয়। স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দফতরে সড়কটি সংস্কারের আবেদন জানিয়েও প্রতিকার হয়নি। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, রাস্তাটি সংস্কারের পরিকল্পনা আমাদের ছিল।

 ইতিমধ্যে সিসি ঢালাইয়ের জন্য সেখানে পৌনে ২ লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়েছে। তার পরও গ্রামবাসী নিজ উদ্যোগে যে কাজ করেছে তাতে আমি তাদের সাধুবাদ জানাই।

সর্বশেষ খবর