রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
ময়নাতদন্তের প্রতিবেদন

চীনা প্রকৌশলীকে হত্যা করে আত্মহত্যার নাটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে চীনা বৈদ্যুতিক প্রকৌশলী লিয়াং হোর (৪৫) মৃত্যু আত্মহত্যা নয়, তাকে শ্বাসরোধে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের ময়নাতদন্তের রিপোর্ট। এ ঘটনায় ২২ এপ্রিল রূপগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্টে উল্লেখ করা হয়, লিয়াংকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার পর রূপগঞ্জের পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। লিয়াং হোর সহযোগী ইউ হাইয়ারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রূপগঞ্জের বরপায় বন্ধ লিথুন ফেব্রিকস কারখানাটি চার বছর আগে জু-জা ইন্ডাস্ট্রিজ নামে একটি চীনা সংস্থা ভাড়া নিয়েছিল। সংস্থাটি এখানে অটো ব্যাটারি তৈরি করত। প্রথম থেকেই লিয়াং হো কারখানাটিতে প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন। থাকতেন কারখানার পাশে একটি  ভাড়া বাসায়। ১২ মার্চ সকালে প্রাতরাশের জন্য তাকে ডাকা হলে সাড়া না পেয়ে দরজা ভেঙে সহকর্মীরা ঘরে ঢুকে লিয়াংকে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখেন।

সর্বশেষ খবর