শিরোনাম
সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

পঞ্চগড়ে ভারতীয় নাগরিক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে শম্ভু ভূঁইয়া নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহরুহাট বাজার থেকে শিংরোড বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। শম্ভুর বাড়ি ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর গ্রামে। সে ওই গ্রামের চন্দন ভূঁইয়ার ছেলে। আটকের পর বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আজিজুর রহমান বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে শম্ভুর বিরুদ্ধে মামলা করে। পরে শনিবার রাতে শম্ভু ভূঁইয়াকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। বিজিবি জানায় শনিবার কহরুহাট বাজার হতে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাকে আটক করলে সে বাংলাদেশি নয় ভারতীয় নাগরিক বলে সে স্বীকার করে। 

চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিল শম্ভু। সে চাকলাহাট ইউপির সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। অনবরত হিন্দি ভাষায় কথা বলে শম্ভু। গতকাল শম্ভুকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর