আতঙ্ক বাড়ছে করোনাভাইরাসের ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) নিয়ে। দ্রুত সংক্রমণশীল করোনার এই ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়া রোধে সরকারিভাবে যখন বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে ঠিক তখন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আনায় সক্রিয় চোরাকারবারিরা। জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় প্রতি রাতেই ভারতীয় গরু ঢুকছে এমন অভিযোগ সীমান্তবাসীর। ভারতীয় এ গরু পৌঁছে যাচ্ছে উপজেলার লাহিড়ীবাজার, নেকমরদসহ বিভিন্ন হাট-বাজারে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা ঠাকুরগাঁওয়ে আসছেন গরু কিনতে। এতে গরু পাচারকারীদের মাধ্যমে সীমান্ত এলাকাগুলোতে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনার বিস্তার রোধে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে এমন দাবি বিজিবির। জেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকেও সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণার পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। এত কিছুর পরও বন্ধ হচ্ছে না সীমান্ত দিয়ে গরু প্রবেশ। নাম প্রকাশে না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পাচারকারীদের মাধ্যমে করোনাভাইরাসের ভারতীয় ধরন ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকাগুলোতে আসতে পারে। কেন গরু চোরাচালানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঠাকুরগাঁওয়ের সব সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি গরু আসা বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তারা। ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে সীমান্তে করোনাবিষয়ক প্রচারণা শুরু করা হয়েছে। সীমান্তবাসীদের জানানো হয়েছে, কোনোরকম অনুপ্রবেশ লক্ষ্য করলেই তারা যেন বিষয়টি দ্রুত আমাদের জানান। এ ছাড়া অনুপ্রবেশ রোধে সীমান্তে জোরদার করা হয়েছে টহল। এসবের পরও আমাদের চোখ ফাঁকি দিয়ে দু-চারটি গরু চোরাপথে আসতে পারে বলে মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধ করার বিষয়ে সব রকম নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি ও ইউএনওর সঙ্গে কথা বলে দ্রুত সব পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছি।
শিরোনাম
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু