আতঙ্ক বাড়ছে করোনাভাইরাসের ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) নিয়ে। দ্রুত সংক্রমণশীল করোনার এই ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়া রোধে সরকারিভাবে যখন বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে ঠিক তখন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আনায় সক্রিয় চোরাকারবারিরা। জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় প্রতি রাতেই ভারতীয় গরু ঢুকছে এমন অভিযোগ সীমান্তবাসীর। ভারতীয় এ গরু পৌঁছে যাচ্ছে উপজেলার লাহিড়ীবাজার, নেকমরদসহ বিভিন্ন হাট-বাজারে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা ঠাকুরগাঁওয়ে আসছেন গরু কিনতে। এতে গরু পাচারকারীদের মাধ্যমে সীমান্ত এলাকাগুলোতে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনার বিস্তার রোধে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে এমন দাবি বিজিবির। জেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকেও সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণার পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। এত কিছুর পরও বন্ধ হচ্ছে না সীমান্ত দিয়ে গরু প্রবেশ। নাম প্রকাশে না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পাচারকারীদের মাধ্যমে করোনাভাইরাসের ভারতীয় ধরন ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকাগুলোতে আসতে পারে। কেন গরু চোরাচালানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঠাকুরগাঁওয়ের সব সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি গরু আসা বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তারা। ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে সীমান্তে করোনাবিষয়ক প্রচারণা শুরু করা হয়েছে। সীমান্তবাসীদের জানানো হয়েছে, কোনোরকম অনুপ্রবেশ লক্ষ্য করলেই তারা যেন বিষয়টি দ্রুত আমাদের জানান। এ ছাড়া অনুপ্রবেশ রোধে সীমান্তে জোরদার করা হয়েছে টহল। এসবের পরও আমাদের চোখ ফাঁকি দিয়ে দু-চারটি গরু চোরাপথে আসতে পারে বলে মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধ করার বিষয়ে সব রকম নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি ও ইউএনওর সঙ্গে কথা বলে দ্রুত সব পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছি।
শিরোনাম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক