শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা
রংপুর চেম্বারের বাজেট প্রতিক্রিয়া

কর বা ভ্যাট কমালেই বিনিয়োগ বাড়বে তার নিশ্চয়তা নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা চৌধুরী টিটু বলেছেন, শুধু কর বা ভ্যাট কমালেই যে বিনিয়োগ বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। ব্যবসা সহজীকরণ সূচক, অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস-বিদ্যুতের সহজলভ্যতার বিষয়গুলো মেটাতে না পারলে বিনিয়োগ কখনোই বাড়বে না। এ ছাড়া বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকারকে সহায়ক নীতি ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, রপ্তানিমুখী ও বৃহৎ শিল্প প্রণোদনা প্যাকেজের সুবিধা পেলেও অনানুষ্ঠানিক খাত, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত ও কৃষি খাত আজও উপেক্ষিত। ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসায় পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  প্রস্তাবিত বাজেটকে কর্মসংস্থানমুখী, জনকল্যাণমূলক ও ব্যবসা সহায়ক বলে মনে করছে।

সর্বশেষ খবর