সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

পুলিশ সদস্য শাহজাহানের রাজকীয় বিদায়

শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল প্রতিনিধি

মো. শাহজাহান। বাড়ি সিলেটের গোয়াইনঘাট থানায়। শাহাজাহান ১৯৮১ সালে পুলিশের চাকরিতে যোগ দেন কনস্টেবল পদে। দেশের বিভিন্ন থানায় চাকরি করেছেন ৩৯ বছর। তার সর্বশেষ কর্মস্থল ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায়। এই থানাতেই শেষ হয় তার সরকারি চাকরি জীবন।  গত ২ জুলাই ছিল তার বিদায় সংবর্ধনা। আয়োজন করেছিল শ্রীমঙ্গল থানা পুলিশ। করোনার কারণে অনুষ্ঠানটি ছিল স্বল্প পরিসরে। কিন্তু একজন কনস্টেবলের বিদায় সংবর্ধনার আয়োজনেও কোনো কিছুরই কমতি ছিল না। সম্মাননা ক্রেস্ট, ফুলের শুভেচ্ছা, নানান উপহার। পরের দিন সাজানো গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সঙ্গে গিয়েছিলেন থানার পুলিশ সদস্যরা। আর এমন বিদায় সংবর্ধনা পেয়ে অভিভূত শাহজাহান।  আবেগাপ্লুত মো. শাহাজাহান বলেন, ‘চাকরিকে আমি আমার এবাদত মনে করেছি। কখনো দায়িত্বে অবহেলা করিনি। জীবনে  অনেক থানায় কর্মরত ছিলাম। অনেক বড় বড় পুলিশ কর্মকর্তার জাঁকজমকপূর্ণ বিদায় দেখেছি। কিন্তু আমার মতো একজন সাধারণ পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানানো হবে তা কল্পনাও করিনি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ। বিদায়ের সময় আমাকে টুপি, পাঞ্জাবি-পাজামা, জায়নামাজ, শার্ট-প্যাণ্ট, স্ত্রীর জন্য কাপড়সহ নানা উপহার দেওয়া হয়েছে।

তিনি বলেন, ওসি ও সহকর্মীদের এমন শ্রদ্ধা, ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। আমার এই বিদায় আগামীতে অন্য পুলিশ সদস্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ওসি আবদুস ছালেক জানান, ‘শাহাজাহান ৩৯ বছর সততার সঙ্গে চাকরি করেছেন। একজন ভালো ও নামাজি মানুষ ছিলেন। আইনের প্রতি যেমন শ্রদ্ধাশীল ছিলেন, ঠিক তেমনি কাজের প্রতি ছিলেন দায়িত্বশীল। থানার অন্য পুলিশ সদস্যের সঙ্গে সু-সম্পর্ক রেখেছিলেন। চাকরি জীবনে বিদায়বেলায় তাকে আমরা সাজানো গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দিয়েছি। একজন পুলিশ সদস্যকে তার কর্মজীবনের  শেষ দিনে আমরা সম্মান জানিয়েছি। সবার বেলাই এটা হওয়া উচিত।

সর্বশেষ খবর