বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা
চাঞ্চল্যকর স্ত্রী-কন্যা হত্যা

ঘাতক শাহিনের দায় স্বীকার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় চাঞ্চল্যকর স্ত্রী-কন্যা হত্যার দায় স্বীকার করেছেন ঘাতক শাহিন মুন্সি (২১)। পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুব্রত মল্লিক গতকাল ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত সোমবার বিকালে চট্টগ্রামের বন্দর ছোনখোলা এলাকার একটি মোটর গ্যারেজ থেকে শাহিনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। শাহিন সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। কলহের জেরেই প্রথমে স্ত্রীকে ও পরে মেয়েকে হত্যা করেন তিনি। গতকাল শাহিন মুন্সিকে আদালতে সোপর্দ করে সিআইডি। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুব্রত মল্লিক দীর্ঘ তিন ঘণ্টা তার খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। বিকালে আদালতের জিআরও আজাদ হোসেন বলেন, ৪ জুলাই আটক শাহিনের মা শাহিনুর বেগম ও মামাতো ভাই ইমামকে পৃথক সাত দিনের রিমান্ড চাইলে আদালত শুনানির জন্য অপেক্ষমাণ রাখে। গতকাল শাহিনের জবানবন্দি শেষে কারাগারে থাকা শাহিনুর ও ইমামের রিমান্ডের শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর