চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০০ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় রয়েছেন ছয় ইউনিয়নের ৩ লাখ মানুষ। পাগলা নদীর বহু পুরনো ঘাটে নির্মিত বাঁশের সাঁকোই পারাপারের শেষ ভরসা। জানা যায়, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে পাগলা নদীর ওপর বটতলা ঘাট দিয়ে শ্যামপুর, মনাকষা, শাহাবাজপুর, বিনোদপুর, কানসাট ও দুর্লভপুর ইউনিয়নের মানুষ পারাপার হয়। এ ঘাট সংলগ্ন এলাকায় নদীর দুই পাড়ে রয়েছে পাঁচটি কলেজ, ১০টি উচ্চ বিদ্যালয়, মাদরাসাসহ প্রায় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থীরও চলাচলের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। স্থানীয়রা জানান, শ্রাবণ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত নৌকায় পারাপার হতে হয় বটতলা ঘাট দিয়ে। বাকি সাত মাস বাঁশের সাঁকো দিয়ে পার হন স্থানীয় বাসিন্দারা। সারা বছরই নদী পারাপারে তাদের দুর্ভোগ পোহাতে হয়। নদীর এই ঘাটে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। স্থানীয়দের অভিযোগ, বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে যাত্রীদের দিতে হয় অতিরিক্ত টোল। সাঁকো ইজারাদার নির্ধারিত টোলের চেয়ে বেশি আদায় করেন। এর প্রতিবাদ করে কোনো লাভ হয় না। স্থানীয় শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা তারেক রহমান বলেন, এ ঘাটে ব্রিজ নির্মাণের জন্য ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত তিনজন সংসদ সদস্যকে অনুরোধ করা হয়েছে। কোনো সুরাহা মেলেনি। নির্বাচন এলে তারা শুধু প্রতিশ্রুতি দেন। নির্বাচন শেষ হলে আর খোঁজ নেন না এ অঞ্চলের মানুষের। শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বলেন, পাগলা নদীর ওপর প্রায় ২০০ বছরের পুরনো বটতলা ঘাট দিয়ে ছয়টি ইউনিয়নের লাখ লাখ মানুষ অতিকষ্টে পারাপার হন। তাদের কষ্টের কথা সবারই জানান। তবুও এখন পর্যন্ত স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সুদৃষ্টি পড়েনি। জনদুর্ভোগ কমাতে এখানে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি। শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, ইতিমধ্যেই পাগলা নদীর ওই ঘাটে ব্রিজ নির্মাণ করার লক্ষ্যে মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। এখন ডিজাইন ও অর্থ বরাদ্দের পর অনুমোদন পেলেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু করা হবে।
শিরোনাম
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
- স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা-ছুরিকাঘাত, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে
- বগুড়ায় দুই হোটেলকে লাখ টাকা জরিমানা
- নাটোরে বাস-ট্রাকে তল্লাশি, ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৯৬ মামলা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- উদ্বোধনের অপেক্ষায় ভোলার ঐতিহ্যবাহী গজনবী স্টেডিয়াম
- সিডনিতে নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
- ভাসানী সেতুতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৮
- প্রথমবার উপজেলা পর্যায়ে অর্থোপেডিক অপারেশন সফল
- বিএনপি নির্বাচনে জিতলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে : দুদু
- হারিয়ে যাচ্ছে বাবুই পাখির অপূর্ব বাসগৃহ
- ‘প্রাণি থেকে মানুষের দেহে রোগ ছড়ানো মারাত্মক হতে পারে’
- ‘মব সন্ত্রাস কঠোরভাবে দমন করা হবে’
- টুঙ্গিপাড়ায় খাল ও রাস্তার দুইপাশের জঙ্গল পরিষ্কারের উদ্যোগ
সেতুর অপেক্ষায় ২০০ বছর
রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে : নাহিদ ইসলাম
২২ ঘণ্টা আগে | রাজনীতি