ভেঙে গেছে কালভার্ট। কার্পেটিং, ইট-খোয়া উঠে তৈরি হয়েছে খানাখন্দ। গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকে বেঁকে। আবার কোথাও কোথাও সড়কের দুধার ভেঙে সংকুচিত হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য ও মালামাল পরিবহন। ফলে এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা। নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম-বামনসাতা-কর্ণপুর এবং বামনসাতা-কালিকতা-সোনারমোড় সড়কটি। শুধু এই দুটি সড়ক নয়, শিবগঞ্জ-মাদ্রাসার মোড়-শিবরামপুর মোড়, ভালাইন-কালিতলা সড়কসহ ইউনিয়নের সর্বত্র একই চিত্র। জানা যায়, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী সংসদ সদস্য থাকাকালীন ২০০১-২০০৪ সালের দিকে সড়কগুলো পাকাকরণ করা হয়। এরপর আর সংস্কার হয়নি। তবে গত কয়েক বছরে মাদ্রাসার মোড়-উত্তরগ্রাম-মোল্লাকুঁড়ি, বোয়ালমারী-ধর্মপুর-শিবরামপুর ও বামনসাতা-কালিকতা-সোনার মোড় সড়কের সোনার মোড় থেকে মানিকের মোড় পর্যন্ত সংস্কার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের উত্তরগ্রাম-বামনসাতা-কর্ণপুর সড়ক এবং বামনসাতা-কালিতলা-সোনার মোড় সড়কের বামনসাতা থেকে মানিকের মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইট-খোয়ার টুকরো পড়ে আছে। পায়ে হেঁটে চলাচলের অযোগ্য। তারপরও লক্কড়-ঝক্কড় সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কের ভালাইন পশ্চিম পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি কালভার্ট এর ছাদের অংশ ভেঙে গেছে। ভাঙা কালভার্ট এর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল করছে এলাকাবাসী। কালভার্ট ও সড়ক দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। বামনসাতা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। উত্তরগ্রাম ইউনিয়নে ব্যাপক ধান ও সবজি চাষ হয়। কৃষিপণ্য পরিবহন ব্যাহত হলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্টরা নীরব। ভ্যানচালক আব্দুর রহমান বলেন, ভাঙাচুরা সড়কে ভ্যান চালাতে গিয়ে দুই/এক দিন পরপরই নাটবল্টু নড়বড়ে হয়ে যায়। আর বৃষ্টি হলে কাঁদা-পানিতে একাকার। উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কাজ হয়নি। মহাদেবপুর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী সুমন মাহমুদ বলেন, সড়ক সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
শিরোনাম
- কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
- মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহারণের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- ক্লাব বিশ্বকাপ: নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক!
- মোহাম্মদপুরে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৬
- সহায়তা পেতে সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ
- শ্রীমঙ্গলে সীমান্ত পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
- ভারত-পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত হলো
- আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ, ৩ জেলেকে অপহরণ
- রোনালদোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস
- মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
- সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
- প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল
- ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান
- পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না: পাকিস্তান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল
- কুমিল্লায় সেবা মূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
- ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’ আগামী অক্টোবরে
- জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
ভাঙা কালভার্টে মরণফাঁদ
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর