মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা
মৃত ও বিতর্কিতদের নাম

যশোর জেলা আওয়ামী লীগের কমিটি সংশোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা আওয়ামী লীগের সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে মৃত ও বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর তৃণমূল পর্যায়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের। গতকাল যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। অবিলম্বে মৃত ও বিতর্কিতদের নাম বাদ দিয়ে এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করে কমিটি সংশোধনের জন্য দলের সভানেত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব উপস্থাপন করেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। তিনি বলেন, আংশিক কমিটি গঠনের প্রায় ২০ মাস পর যশোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এ কমিটিতে যুবলীগ, ছাত্রলীগের যোগ্য ও ত্যাগী নেতাদের রাখা হয়নি।

তিনি অভিযোগ করেন, নানা সুবিধা ও স্বজনপ্রীতির মাধ্যমে কমিটিতে এক ডজন ব্যক্তিকে স্থান দেওয়া হয়েছে, যাদের মধ্যে গোলাম রসুল নামে মৃত এক নেতার নামও রয়েছে। আছে জামায়াত পরিবারের সদস্য। স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, ঢাকায় বসবাস করেন এমন নেতার পাশাপাশি জেলা আওয়ামী লীগের সভাপতির নিজ সন্তান ও দুই নিকটাত্মীয়ও কমিটিতে স্থান পেয়েছেন। এমনকি দলের নির্দেশনা উপেক্ষা করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া দুই নেতাকেও জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এসব কারণে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নাম অন্তর্ভুক্ত করে কমিটি সংশোধনের জন্য দলীয় সভানেত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর