বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

যত দিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর নাম থাকবে : শরীফ আহমেদ

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রাণ, ক্ষণজন্মা মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বে বাঙালির জন্য স্বাধীন ভূমি হতো না। বাংলাদেশ যত দিন পৃথিবীর বুকে টিকে থাকবে, তত দিন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর নাম থাকবে। চাইলেই তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্য ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। ভাগ্যক্রমে সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বেঁচে যান।’ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম প্রমুখ।      -কক্সবাজার প্রতিনিধি

 

 

জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। জিয়াউর রহমান কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশকে আইন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বাধাগ্রস্ত করে, প্রমাণ করেছেন তিনি বঙ্গবন্ধুর খুনিদের রক্ষাকারী ও এই হত্যার ষড়যন্ত্রের নেপথ্যের নায়ক। বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রদূতসহ উচ্চ পদে অধিষ্ঠিত করেছেন। সেই পথ ধরে তার স্ত্রী খালেদা জিয়াও বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের নানাভাবে পুরস্কৃত করেছেন। তাদের এমপি-মন্ত্রীও করেছেন। জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল নড়িয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এনামুল হক শামীম আরও বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সব সময় মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নে রাজনীতি করে। সবাইকে হারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু এদেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন।            -শরীয়তপুর প্রতিনিধি

৬০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন চারজনকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৬০০ অবৈধ আবাসিক ও দেড় কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহীর নেতৃত্বে গতকাল এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন- গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপ-ব্যবস্থাপক এস এম আবু সুফিয়ান, প্রকৌশলী মির্জা শাহ নেওয়াজ লতিফ প্রমুখ। এদিকে গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে একটি ওয়াশিং কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিবেশ দূষণের দায়ে ওই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যথাযথভাবে ইটিপি নির্মাণ ব্যতীত কারখানার ওয়াশিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।                -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর