রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত উত্তরা গণভবন

নাটোর প্রতিনিধি

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত উত্তরা গণভবন

দেশের অন্যতম দর্শনীয় স্থান নাটোরের উত্তরা গণভবন গত বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হয়েছে। প্রায় পাঁচ মাস পরে দর্শনার্থীদের জন্যে ফের উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক বলেন, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করে উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হলো। স্বাস্থ্যবিধি অনুসরণ করে দর্শনার্থীবৃন্দ গণভবনে অবস্থান করবেন। প্রবেশ দ্বারে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। রানীভবানী রাজবাড়িসহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রও একই সঙ্গে দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া মিনি চিড়িয়াখানার হরিণ কর্নারে গতকাল ভোর রাতে নতুন দুটো হরিণ শাবকের জন্ম হয়েছে বলে জানান কিউরেটর আবুল বাশার। তাৎক্ষণিকভাবে ‘সন্ধ্যা’ও ‘মালতি’ নামে এই দুটো হরিণ শাবকের নাম দেওয়া হয়।

পরে জেলা প্রশাসক গণভবনের অভ্যন্তরে পাখির অভয়াশ্রমের পরিত্যক্ত জায়গাতে দুই বিঘা জমির উপরে ঔষধি কর্নার উদ্বোধন করেন। এই ঔষধি কর্নারে ৮২ প্রজাতির ঔষধি গাছ রোপণ করা হয়েছে ওইসব গাছের নামফলকসহ ঔষধি গুণাগুণের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে। মোট ১৬২ প্রজাতির ঔষধি গাছ রোপণ করা হবে বলে জানান এই কর্নার ব্যবস্থপনার দায়িত্বে নিয়োজিত নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. রনী খাতুন। নাটোরের নেজারত ডেপুটি কালেক্টর জুয়েল আহমেদ জানান, প্রতিদিন উত্তরা গণভবনে গড়ে ৮০০ দর্শনার্থী পরিদর্শনে আসেন। প্রতিমাসে প্রায় ৫ লাখ টাকার রাজস্ব পাওয়া যায় টিকিটের বিক্রয় মূল্য থেকে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার থাকে।  

সর্বশেষ খবর