মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মাদরাসার কমিটি নিয়ে সংঘর্ষ ভাঙচুর লুট, আহত ১০

সিরাজদিখানে ১৫ ঘরবাড়ি ভাঙচুর

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

মাদরাসার কমিটি নিয়ে সংঘর্ষ ভাঙচুর লুট, আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাঙচুর করা হয় বসতবাড়ি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষে হয়েছে। এ সময় ১০ জন পথচারীকে মারধর করে কয়েক লাখ টাকা লুটে নেয় সংঘর্ষে জড়িতরা। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার রাতে ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক পক্ষ একটি এবং দুই পথচারীর পক্ষ থেকে দুটিসহ থানায় পৃথক তিনটি অভিযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন তাপু ও রমিজ উদ্দিন ঢালী নামে দুই ব্যক্তির মধ্যে ধর্মগঞ্জ মহিউস সুন্নাহ সিদ্দিকিয়া মাদরাসার কমিটি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দুই পক্ষের চার শতাধিক লোক সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে প্রতিপক্ষের ধাওয়ায় তোফাজ্জল হোসেন তাপুর লোকজন পালিয়ে যায়। এ সময় রজিম উদ্দিন তার লোকজন নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তারা এক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা ৩ লাখ টাকা লুটে নেয়। একই সময় একটি প্রাইভেট কার আটকিয়ে এর চালককে মারধর করে তার গাড়ি থেকে টাকা লুট এবং গাড়িটি ব্যাপক ভাঙচুর করে। এ ছাড়া আরও আট পথচারীকে মারধর করে টাকা-পয়সা লুটে নেওয়ার অভিযোগ রয়েছে। আহতরা অনেকেই শহরের ১০০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।  ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনায় তিনটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে। এদিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫টি বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া নামাপাড়া এলাকায় গত রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজদিখান থানার ওসি বোরহান উদ্দিন বলেন, এখন পর্যন্ত থানায় অভিযোগ বা মামলা হয়নি।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর