বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দুই বোনের বিষপান একজনের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বাবা কামাল জোমাদ্দার ও মা সাহেরা বেগমের কলহের জেরে তাদের দুই মেয়ে মহিমা আক্তার (১৩) ও সুমাইয়া (৭) একসঙ্গে বিষপান করেছে। এদের মধ্যে বড় মেয়ে মহিমা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সুমাইয়া মৃত্যুশয্যায়। আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে মহিমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

কামাল জোমাদ্দারের চাচা ছালাম বলেন, মহিমার বাবা ও মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। কলহের কারণে মা সাহেরা তিন মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন।

সম্ভবত মা-বাবার কলহের জেরেই দুই বোন গত সোমবার বিষপান করে।  মহিমার নানা শহীদ মৃধা বলেন, বাবার মারধর সহ্য করতে না পেরে দুই মেয়ে বিষপান করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। আমতলী থানার ওসি শাহ আলম বলেন, এ ব্যাপারে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর