শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ নিহত ৫

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া নেত্রকোনায় দুই বাসের সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বরিশাল : নগরীর সিএন্ডবি রোডে একটি থ্রি-হুইলারের ধাক্কায় রিনা বেগম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিনা নগরীর লুৎফর রহমান সড়কের বাসিন্দা সালাম হাওলাদারের স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাপায় সাফায়েত উল্লাহ (১০) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বুধন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়েত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চমুকপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকার জাহিদ মিয়ার ছেলে। ঝিনাইদহ : বৃহস্পতিবার রাতে শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ভাইয়ের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাক চাপায় শিউলী খাতুন (২৮) নামে এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। নিহত শিউলী উপজেলার বারইপাড়া গ্রামের লিমন হোসেনের স্ত্রী। হবিগঞ্জ : আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ এলাকায় গতকাল বিকালে মোটরসাইকেল চাপায় জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত জাহানারা উপজেলার পশ্চিমবাগ গ্রামের মোতাব্বির মিয়ার স্ত্রী। সখীপুর (টাঙ্গাইল) : সখীপুরে মুরগীর ট্রাকের ধাক্কায় খন্দকার ফাহাদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ গাজীপুরের শ্রীপুর উপজেলার খন্দকার নজরুলের ছেলে। নেত্রকোনা : নেত্রকোনা- ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ইউনিয়নের ঝাউসি এলাকায় দুপুরে শাহজালাল ও মহুয়া নামে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা  হয়েছে।

সর্বশেষ খবর