রাজবাড়ীর পদ্মা নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইলিশ শিকার। ইলিশ শিকার করে অনেকটা প্রকাশ্যেই বিক্রি করছেন জেলেরা। গত ৪ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ করা হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব ইলিশ ধরছে জেলেরা। রাজবাড়ীর পাংশা ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বেশ কিছু এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের কথা জানায় স্থানীয়রা। স্থানীয়রা বলেন, বেশিরভাগ জেলে দরিদ্র। প্রজনন মৌসুমে তাদের যে সহায়তা করা হয় তা অপ্রতুল। তাছাড়া এই সময়ে পর পদ্মাতে আর সেভাবে ইলিশ থাকে না। তাই তারা ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ শিকারে যায়। গতকাল দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরাঞ্চল পার হয়ে মাঝ নদীতে গিয়ে দেখা যায় জাল ফেলে অপেক্ষা করছেন বেশ কয়েকটি নৌকার জেলে। অচেনা নৌকা ভেবে প্রশাসনের লোক মনে করে পালাতে চেষ্টা করেন তারা। পরে সাংবাদিক পরিচয় দিলে ছবি তোলা ও পরিচয় না দেওয়ার শর্তে কথা বলেন তারা। তাঁরা বলেন, সারা বছর নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করাই তাদের কাজ। যে চাল দেয় তা দিয়ে দুদিন চলে না। সবকিছুর দাম বৃদ্ধি। তাছাড়া এই সময়ে পদ্মায় ইলিশ পাওয়া যায়। যে কারণে ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ ধরতে যাওয়া। তবে এ বছর প্রশাসনের তৎপরতা কম বলে জানান তারা। মো. আমিরুল ইসলাম নামে এক জেলে বলেন, প্রতিবছর প্রশাসনের ব্যাপক তৎপরতা থাকে। এ বছর তেমন তৎপরতা দেখা যায়নি। তাই অবাধে জেলেরা পদ্মায় ইলিশ শিকারে যাচ্ছে। অনেকটা প্রকাশ্যেই তারা ইলিশ বিক্রি করছেন। তবে পদ্মার ইলিশের দাম একটু বেশি। জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, জেলেরা বর্তমানে অনেক সচেতন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযানে ১০৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। দেড় লাখ টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে। আপনাদের কাছে যতই অভিযোগ থাক আমি সন্তুষ্ট।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
রাজবাড়ীতে থেমে নেই ইলিশ শিকার
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর