রাজবাড়ীর পদ্মা নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইলিশ শিকার। ইলিশ শিকার করে অনেকটা প্রকাশ্যেই বিক্রি করছেন জেলেরা। গত ৪ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ করা হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব ইলিশ ধরছে জেলেরা। রাজবাড়ীর পাংশা ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বেশ কিছু এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের কথা জানায় স্থানীয়রা। স্থানীয়রা বলেন, বেশিরভাগ জেলে দরিদ্র। প্রজনন মৌসুমে তাদের যে সহায়তা করা হয় তা অপ্রতুল। তাছাড়া এই সময়ে পর পদ্মাতে আর সেভাবে ইলিশ থাকে না। তাই তারা ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ শিকারে যায়। গতকাল দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরাঞ্চল পার হয়ে মাঝ নদীতে গিয়ে দেখা যায় জাল ফেলে অপেক্ষা করছেন বেশ কয়েকটি নৌকার জেলে। অচেনা নৌকা ভেবে প্রশাসনের লোক মনে করে পালাতে চেষ্টা করেন তারা। পরে সাংবাদিক পরিচয় দিলে ছবি তোলা ও পরিচয় না দেওয়ার শর্তে কথা বলেন তারা। তাঁরা বলেন, সারা বছর নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করাই তাদের কাজ। যে চাল দেয় তা দিয়ে দুদিন চলে না। সবকিছুর দাম বৃদ্ধি। তাছাড়া এই সময়ে পদ্মায় ইলিশ পাওয়া যায়। যে কারণে ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ ধরতে যাওয়া। তবে এ বছর প্রশাসনের তৎপরতা কম বলে জানান তারা। মো. আমিরুল ইসলাম নামে এক জেলে বলেন, প্রতিবছর প্রশাসনের ব্যাপক তৎপরতা থাকে। এ বছর তেমন তৎপরতা দেখা যায়নি। তাই অবাধে জেলেরা পদ্মায় ইলিশ শিকারে যাচ্ছে। অনেকটা প্রকাশ্যেই তারা ইলিশ বিক্রি করছেন। তবে পদ্মার ইলিশের দাম একটু বেশি। জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, জেলেরা বর্তমানে অনেক সচেতন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযানে ১০৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। দেড় লাখ টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে। আপনাদের কাছে যতই অভিযোগ থাক আমি সন্তুষ্ট।
শিরোনাম
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
রাজবাড়ীতে থেমে নেই ইলিশ শিকার
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর