রাজবাড়ীর পদ্মা নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইলিশ শিকার। ইলিশ শিকার করে অনেকটা প্রকাশ্যেই বিক্রি করছেন জেলেরা। গত ৪ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ করা হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব ইলিশ ধরছে জেলেরা। রাজবাড়ীর পাংশা ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বেশ কিছু এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের কথা জানায় স্থানীয়রা। স্থানীয়রা বলেন, বেশিরভাগ জেলে দরিদ্র। প্রজনন মৌসুমে তাদের যে সহায়তা করা হয় তা অপ্রতুল। তাছাড়া এই সময়ে পর পদ্মাতে আর সেভাবে ইলিশ থাকে না। তাই তারা ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ শিকারে যায়। গতকাল দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরাঞ্চল পার হয়ে মাঝ নদীতে গিয়ে দেখা যায় জাল ফেলে অপেক্ষা করছেন বেশ কয়েকটি নৌকার জেলে। অচেনা নৌকা ভেবে প্রশাসনের লোক মনে করে পালাতে চেষ্টা করেন তারা। পরে সাংবাদিক পরিচয় দিলে ছবি তোলা ও পরিচয় না দেওয়ার শর্তে কথা বলেন তারা। তাঁরা বলেন, সারা বছর নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করাই তাদের কাজ। যে চাল দেয় তা দিয়ে দুদিন চলে না। সবকিছুর দাম বৃদ্ধি। তাছাড়া এই সময়ে পদ্মায় ইলিশ পাওয়া যায়। যে কারণে ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ ধরতে যাওয়া। তবে এ বছর প্রশাসনের তৎপরতা কম বলে জানান তারা। মো. আমিরুল ইসলাম নামে এক জেলে বলেন, প্রতিবছর প্রশাসনের ব্যাপক তৎপরতা থাকে। এ বছর তেমন তৎপরতা দেখা যায়নি। তাই অবাধে জেলেরা পদ্মায় ইলিশ শিকারে যাচ্ছে। অনেকটা প্রকাশ্যেই তারা ইলিশ বিক্রি করছেন। তবে পদ্মার ইলিশের দাম একটু বেশি। জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, জেলেরা বর্তমানে অনেক সচেতন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযানে ১০৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। দেড় লাখ টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে। আপনাদের কাছে যতই অভিযোগ থাক আমি সন্তুষ্ট।
শিরোনাম
- ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- সিলেট টেস্ট : অভিষেক হওয়া কে এই হাসান মুরাদ?
- রাজধানীতে ককটেল বিস্ফোরণ করা যুবককে গণপিটুনি
- আবার ঢাকায় আসছেন অনুভ জৈন
- দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার
- আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
- রাজধানীর যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
- সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা
- জটিল ঘূর্ণিপাকে রাজনীতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ নভেম্বর)
- ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত
- নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না
- মোবাইল ফোনে ৫৭% শুল্ক প্রত্যাহারের দাবি
- আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ
- বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
রাজবাড়ীতে থেমে নেই ইলিশ শিকার
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর