রাজবাড়ীর পদ্মা নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইলিশ শিকার। ইলিশ শিকার করে অনেকটা প্রকাশ্যেই বিক্রি করছেন জেলেরা। গত ৪ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ করা হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব ইলিশ ধরছে জেলেরা। রাজবাড়ীর পাংশা ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বেশ কিছু এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের কথা জানায় স্থানীয়রা। স্থানীয়রা বলেন, বেশিরভাগ জেলে দরিদ্র। প্রজনন মৌসুমে তাদের যে সহায়তা করা হয় তা অপ্রতুল। তাছাড়া এই সময়ে পর পদ্মাতে আর সেভাবে ইলিশ থাকে না। তাই তারা ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ শিকারে যায়। গতকাল দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরাঞ্চল পার হয়ে মাঝ নদীতে গিয়ে দেখা যায় জাল ফেলে অপেক্ষা করছেন বেশ কয়েকটি নৌকার জেলে। অচেনা নৌকা ভেবে প্রশাসনের লোক মনে করে পালাতে চেষ্টা করেন তারা। পরে সাংবাদিক পরিচয় দিলে ছবি তোলা ও পরিচয় না দেওয়ার শর্তে কথা বলেন তারা। তাঁরা বলেন, সারা বছর নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করাই তাদের কাজ। যে চাল দেয় তা দিয়ে দুদিন চলে না। সবকিছুর দাম বৃদ্ধি। তাছাড়া এই সময়ে পদ্মায় ইলিশ পাওয়া যায়। যে কারণে ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ ধরতে যাওয়া। তবে এ বছর প্রশাসনের তৎপরতা কম বলে জানান তারা। মো. আমিরুল ইসলাম নামে এক জেলে বলেন, প্রতিবছর প্রশাসনের ব্যাপক তৎপরতা থাকে। এ বছর তেমন তৎপরতা দেখা যায়নি। তাই অবাধে জেলেরা পদ্মায় ইলিশ শিকারে যাচ্ছে। অনেকটা প্রকাশ্যেই তারা ইলিশ বিক্রি করছেন। তবে পদ্মার ইলিশের দাম একটু বেশি। জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, জেলেরা বর্তমানে অনেক সচেতন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযানে ১০৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। দেড় লাখ টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে। আপনাদের কাছে যতই অভিযোগ থাক আমি সন্তুষ্ট।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
রাজবাড়ীতে থেমে নেই ইলিশ শিকার
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর