রাজবাড়ীর পদ্মা নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইলিশ শিকার। ইলিশ শিকার করে অনেকটা প্রকাশ্যেই বিক্রি করছেন জেলেরা। গত ৪ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ করা হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব ইলিশ ধরছে জেলেরা। রাজবাড়ীর পাংশা ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বেশ কিছু এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের কথা জানায় স্থানীয়রা। স্থানীয়রা বলেন, বেশিরভাগ জেলে দরিদ্র। প্রজনন মৌসুমে তাদের যে সহায়তা করা হয় তা অপ্রতুল। তাছাড়া এই সময়ে পর পদ্মাতে আর সেভাবে ইলিশ থাকে না। তাই তারা ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ শিকারে যায়। গতকাল দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরাঞ্চল পার হয়ে মাঝ নদীতে গিয়ে দেখা যায় জাল ফেলে অপেক্ষা করছেন বেশ কয়েকটি নৌকার জেলে। অচেনা নৌকা ভেবে প্রশাসনের লোক মনে করে পালাতে চেষ্টা করেন তারা। পরে সাংবাদিক পরিচয় দিলে ছবি তোলা ও পরিচয় না দেওয়ার শর্তে কথা বলেন তারা। তাঁরা বলেন, সারা বছর নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করাই তাদের কাজ। যে চাল দেয় তা দিয়ে দুদিন চলে না। সবকিছুর দাম বৃদ্ধি। তাছাড়া এই সময়ে পদ্মায় ইলিশ পাওয়া যায়। যে কারণে ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ ধরতে যাওয়া। তবে এ বছর প্রশাসনের তৎপরতা কম বলে জানান তারা। মো. আমিরুল ইসলাম নামে এক জেলে বলেন, প্রতিবছর প্রশাসনের ব্যাপক তৎপরতা থাকে। এ বছর তেমন তৎপরতা দেখা যায়নি। তাই অবাধে জেলেরা পদ্মায় ইলিশ শিকারে যাচ্ছে। অনেকটা প্রকাশ্যেই তারা ইলিশ বিক্রি করছেন। তবে পদ্মার ইলিশের দাম একটু বেশি। জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, জেলেরা বর্তমানে অনেক সচেতন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযানে ১০৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। দেড় লাখ টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে। আপনাদের কাছে যতই অভিযোগ থাক আমি সন্তুষ্ট।
শিরোনাম
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
রাজবাড়ীতে থেমে নেই ইলিশ শিকার
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর