সাগর উপকূলে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত দুর্যোগ মৌসুম। আর দুর্যোগ মৌসুম মানেই উপকূলবাসীর জন্য বন্যা কিংবা জলোচ্ছ্বাস আতঙ্ক। এ মৌসুমে বিভিন্ন সময়ে ঘটেছে প্রলায়ঙ্করী অনেক ঘূর্ণিঝড়। তাই দুর্যোগ মৌসুমে উপকূলের নদ-নদীতে যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরাঞ্চলে চলছে ফিটনেসহীন যাত্রীবাহী নৌযান। অসাধু শ্রেণির ব্যবসায়ীরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনুমোদনহীন ইঞ্জিল চালিত ছোট ছোট ট্রলার নদী পথে যাত্রী বাহনে ব্যবহার করছেন। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় অনিরাপদ এসব ট্রলারে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ পারাপার করছেন। এ কারণে নৌ-দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ থেকে গলাচিপা, কোড়ালিয়া থেকে চালিতাবুনিয়া, গাইয়াপাড়া থেকে কলাপাড়া, চমোন্তাজ থেকে উলানিয়া, গহিনখালী থেকে চরমোন্তাজ এসব নৌ-রুটে প্রতিনিয়ত যাত্রী নিয়ে ফিটনেসহীন ট্রলার চলাচল করছে। বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার সঙ্গে সড়ক পথে জেলা শহরের কোনো প্রকার সংযোগ না থাকায় মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ট্রলারে নদী পথে চলাচল করছেন। এ ছাড়াও এখানকার ছয় ইউনিয়নের মধ্যে দুই ইউনিয়ন তথা চরমোন্তাজ ও চালিতাবুনিয়া উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন। এসব বিচ্ছিন্ন দ্বীপের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। যার কারণে প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে নদী পথে অনিরাপদ নৌযানে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় যাত্রীদের। স্থানীয়রা জানান, রাঙ্গাবালীর আগুনমুখা, বুড়াগৌরাঙ্গ, দারছিড়া ও তেঁতুলিয়া নদীতে অনুমোদনহীন ছোট ছোট ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা দিয়ে প্রতিনিয়ত যাত্রী পারাপর করা হচ্ছে। ভালো কোনো লঞ্চের ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এ কারণে যে কোনো সময় বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটতে পারে, এমন শঙ্কা রয়েছে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
চলছে ফিটনেসহীন যাত্রীবাহী নৌযান
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর