দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার প্রাণকেন্দ্রে অধিগ্রহণ করা প্রায় ১২ একর জমি ৪২ বছর ধরে কোনো কাজে আসছে না। সেখানে রাতে থাকে মাদকাসক্তদের অবাধ বিচরণ আর দিনে পরিণত হয় গো-চারণ ভূমিতে। বেদখলও হচ্ছে এ সব জমি। প্রথমদিকে প্রকল্প নেওয়া হলেও পরে পতিত বা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। ফুলবাড়ী পৌর শহরে হাউজিং এস্টেটের এই জায়গার দক্ষিণে রয়েছে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক। পূর্বদিকে জিএম পাইলট উচ্চ বিদ্যালয় এবং পশ্চিমে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ। উত্তরে আবাদি জমি ও কানাহার জাতীয় কবর স্থান। জানা যায়, ১৯৭৯-৮০ সালের ল্যান্ড অ্যাকোয়ার (এলএ) কেস নম্বর ৩৮/১১ এর মাধ্যমে বর্ণিত সম্পত্তি হাউজিং এস্টেটের বরাবরে অধিগ্রহণ করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এতে কানাহার এবং গৌরীপাড়া মৌজা মিলে মোট জমি ১১ দশমিক ৭৯ একর। ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, পৌরসভার মধ্যে গুরুত্বপূর্ণ এ জায়গাটি ৪২ বছর ধরে পতিত রয়েছে। অথচ আমরা জায়গার অভাবে পার্ক, গরুর হাট, কাঁচা বাজার করতে পারছি না। আমাদের দাবি, হাউজিং এস্টেটের প্রকল্প চালু করা হোক, না হয় জমি পৌরসভার হাতে দেওয়া হোক। জাতীয় গৃহায়ন দিনাজপুর ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোর্শেদ আলম জানান, ওই জায়গায় প্রথমদিকে ছোট প্লট আকারে প্রকল্প নেওয়া হয়। কিন্তু বসতবাড়ি তৈরিতে ওই জায়গা কভার করে না। ফলে আবার স্টান্ডার্ড সাইজের প্লট তৈরি করে প্রকল্প নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওই জায়গার সীমানা পিলার দেওয়া হয়েছে। আশা করছি আগামী ডিসেম্বর থেকেই কাজ শুরু করা যাবে। তিনি আরও জানান, আমাদের জনবল সংকটের কারণে ওই জায়গাটি দেখভালের জন্য উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছিল। আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস এবং কৃষিবিদ রুম্মান আক্তার ওই ১২ একর জমির গত ৪২ বছরে বোরো ও আমন মৌসুম ধরে ফসলের একটি পরিসংখ্যান দিয়েছেন। সে অনুযায়ী ওই জমিতে এতোদিন ধান উৎপাদন হলে ১ হাজার ৭৬১ টন পাওয়া যেত। তিন ফসল করা গেলে উৎপাদন হতো আরও বেশি। যা থেকে চার দশকের বেশি সময় ধরে সরকার এবং জনগণ উভয়ই বঞ্চিত।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        