শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

বিদ্যালয় ভবনের ওপর হেলে পড়া গাছের নিচে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। চিলাহাটি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত চিলাহাটি মার্চেন্টস সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭০৫ জন থাকায় মূল ভবনের পাশাপাশি টিনশেড ভবনেও পাঠদান করতে হয়। দীর্ঘদিন করোনায় বন্ধ থাকার পর কোমলমতি শিশু শিক্ষার্থীরা বুকভরা ভয় নিয়ে শিক্ষা অর্জনের জন্য ছুটে আসে। ভোগডাবুরী ইউনিয়ন ভূমি অফিসের শত বছরের কৃষ্ণচুড়া গাছটি অসংখ্য ডালপালা নিয়ে দীর্ঘদিন থেকে প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ও মূল ভবনের ওপর হেলে পড়ে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম ইসলাম, মারিয়া আলমসহ আরও অনেকে বলেন, স্কুল বন্ধ থাকায় দেড় বছর থেকে আমরা স্কুলে এসে শিক্ষা গ্রহণ করতে পারিনি। স্কুলের পেছনে হেলে পড়া গাছটি দেখে আমাদের খুব ভয় হয়। তারপরও বুকে ভয় নিয়ে ক্লাসরুমে বসে ক্লাস করতে হচ্ছে। মনে হয় কখন যেন গাছটি ভেঙে আমাদের গায়ের ওপর পড়বে। স্কুলের ওপর থেকে গাছটি কেটে ফেললে আমাদের আর কোনো ভয় থাকবে না। স্থানীয় মিরাজ বলেন, ভূমি অফিসের অতি পুরনো গাছটি প্রায় ১০ বছর থেকে বিদ্যালয় ভবনের ওপর হেলে পড়ে। বিদ্যালয়টিতে ক্লাস চলাকালীন গাছটি পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদের ঝুঁকিপূর্ণ স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। ভোগডাবুরী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হামিদার রহমান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে গাছটি অপসারণের ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে ভালো হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক বলেন, ভূমি অফিসের গাছটি দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের ভবনের ওপর হেলে পড়ে আছে। ছাত্র-ছাত্রীদের নিয়ে আতঙ্কে আছি। ভূমি অফিস এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তবে তাদের লিখিতভাবে অবগত করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর