সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দূষণে চার ডায়িং কারখানার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তরল বর্জ্য নিক্ষেপ করে নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের চারটি ডায়িং কারখানার বিরুদ্ধে নারায়ণগঞ্জের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে পরিবেশ অধিদফতর। গতকাল পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মুজাহীদ বাদী হয়ে এ মামলা করেন। এগুলো হচ্ছে, সায়মা ফ্যাশন, সীমা নিটওয়্যার ও জাগরণ টেক্সটাইল মিলস।

 লিমিটেড।

 এবং ফতুল্লার কুতুবপুরের ওয়াবদারপুল এলাকায় অবস্থিত রাইডার থ্রেড এ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান, গতকাল পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক নদী দূষণকারী ৪টি ডাইং কারখানার বিরুদ্ধে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট নারায়ণগঞ্জে মামলা করা হয়। কারখানাগুলো পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত স্থাপন করা হয়েছে এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি নির্মাণ ব্যতিরেকে পরিচালনা করা হচ্ছে।  সীমা নিটওয়্যার অ্যান্ড ডাইং, জাগরণ টেক্সটাইল মিলস লিমিটেড ও সায়মা নিট ফ্যাশন কারখানা তিনটি ২০১২ সাল হতে এবং রাইডার থ্রেড অ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৮ সাল হতে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি স্থাপন ব্যতীত পরিচালিত হচ্ছে। গত ২৪ নভেম্বর কারখানাগুলো সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কারখানা হতে সৃষ্ট অপরিশোধিত তরল বর্জ্যরে নমুনা সংগ্রহ করে সিলগালা করে পরীক্ষার জন্য পরিবেশ অধিদফতর, ঢাকা গবেষণাগারে প্রেরণ করা হয়। পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শেখ মুজাহীদ বাদী হয়ে এ মামলা করেন। আসামিদের গ্রেফতারসহ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন করা হয়। নদী দূূষণ বন্ধে পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় হতে নিয়মিতভাবে মামলা দায়ের প্রক্রিয়া চলমান থাকবে।

সর্বশেষ খবর