বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পাহাড় শিক্ষার আলোয় আলোকিত

রাঙামাটি প্রতিনিধি

সরকারের আন্তরিকতায় পাহাড় এখন শিক্ষার আলোয় আলোকিত বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বেড়েছে মানও। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নিজ মাতৃভাষায় শিক্ষা লাভ করছেন। যার কারণে পাহাড়ে শিক্ষিত জনসংখ্যা আনুপাতিক হারে বাড়ছে। তিনি আরও বলেন, পাহাড়ে অনেক আগেই শিক্ষার আলো ছড়িয়ে পড়ত, কিন্তু অন্য সরকারগুলো পাহাড়বাসীদের খবর রাখেনি তাই উন্নয়ন হয়নি। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার পাহাড়বাসীদের জীবনমান উন্নয়নে অনেক পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের এ উন্নয়নধারা অব্যাহত রাখতে সব জাতি-গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল সকালে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দিন, পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী উপজেলা চেয়ারম্যান শামসু দোহা চৌধুরী, কাউখালী নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন। দীপংকর তালুকদার বলেন, দুর্গম পার্বত্য এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে এ অঞ্চলের শিক্ষার্থীরা ঘরে বসে পড়ালেখা করতে পারছে। এ ছাড়া এ সরকারের আমলেই কত বাধাবিপত্তি পাশ কাটিয়ে রাঙামাটিতে গড়ে উঠেছে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে এ অঞ্চলের শিক্ষার্থীরা ঘরে বসে উচ্চশিক্ষা লাভ করতে পারছে।

 

সর্বশেষ খবর