মাদারীপুর যক্ষ্মা হাসপাতালে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। চার বছর ধরে হাসপাতালের দুজন চিকিৎকের পদ শূন্য। শূন্য পদের বিপরীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দফতর থেকে একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি সব সময় এখানে আসতে পারেন না। পাশের জেলা শরীয়তপুর থেকে আসা কবীর ফরাজী (৫০) দুই মাস ধরে কাশিতে ভুগছেন। তিনি বলেন, গত দুই মাসে কয়েকবার তিনি এ হাসপাতালে এসেছেন। ডাক্তার না থাকায় এখানের ফার্মাসিস্ট মোস্তাফিজুর রহমান আমাদের চিকিৎসা ও পরামর্শ দেন। একই কথা বলেন এক রোগীর স্বজন লিমা আক্তার। গত বুধবার মাদারীপুর বক্ষ্যব্যাধি (যক্ষ্মা) হাসপাতালে গিয়ে এ চিত্রই দেখা যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিকেল অফিসার পদে একজন, জুনিয়র কনসালটেন্ট পদে একজন চিকিৎসক থাকার কথা থাকলেও দুজনের পদই চার বছর ধরে শূন্য। এদের বিপরীতে ডা. টি এম শাহিন ইকবালকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তার নিয়মিত দায়িত্বের পাশাপাশি সময়-সুযোগ মতো এখানে রোগী দেখতে আসেন। এ ছাড়া এমটি রেডিওগ্রাফার একজন, এমটি ল্যাব একজন, ফার্মাসিস্ট একজন, সহকারী সেবক একজন, ড্রাইভার একজন, গৃহপরিদর্শিকা দুজন, এমএলএসএস তিনজন, আয়া একজন এবং ঝাড়ুদার একজনের পদ চার থেকে পাঁচ বছর ধরে খালি রয়েছে। এতে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বক্ষ্যব্যাধি হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালের ১৭ জনবলের বিপরীতে ডাক্তারসহ ৯ জনের পদ শূন্য। একজন রেডিওগ্রাফার নিয়োগ থাকলেও তিনি ডেপুটেশনে সদর হাসপাতালে ডিউটি করেন। একজন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ থাকলেও তিনি ডেপুটেশনে আছেন বরিশালের শেরেবাংলা মেডিকেলে। হাসপাতালের যিনি সহকারী সেবক (নার্স) তিনি ডেপুটেশনে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। ফলে এ হাসপাতাল চালাতে হিমশিম খেতে হচ্ছে। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা রোগী জব্বার আকন বলেন, ‘আমার দুই সপ্তাহ ধরে কাশি। মাদারীপুর টিবি হাসপাতালে দুই দিন ধরে ডাক্তার দেখাতে আসছি কিন্তু ডাক্তার পাচ্ছি না। ডাসার উপজেলার বাকি বাকাই ইউনিয়ন থেকে আসা আবুল কালাম বলেন, ‘ডাক্তার নেই। এখানে যারা স্টাফ আছে তারাই আমাদের কফ পরীক্ষা ও ওষুধপত্র দিচ্ছেন। এখানে দ্রুত ডাক্তার নিয়োগ হলে মাদারীপুর ও শরীয়তপুর জেলার কয়েক লাখ মানুষের যক্ষ্মার চিকিৎসাসেবা পেতে সুবিধা হবে। ডা. টি এম শাহিন ইকবাল বলেন, ‘আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রতি সপ্তাহে তিন দিন বক্ষ্যব্যাধিতে রোগীদের সেবা দেই।’ মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান বলেন, ‘আমি এখানে যোগদান করেছি মাত্র কয়েক দিন হয়েছে। এখনো বক্ষ্যব্যাধি হাসপাতালে যাইনি। দুজন ডাক্তার নেই চার বছর ধরে। ইতিমধ্যে বক্ষ্যব্যাধি হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে।’
শিরোনাম
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা
মাদারীপুর বক্ষব্যাধি হাসপাতাল
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর