বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

টিকা নিতে এসে উপজেলা পরিষদ কার্যালয়ে ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

টিকা নিতে এসে উপজেলা পরিষদ কার্যালয়ে ভাঙচুর

সদর উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন করোনা টিকা নিতে আসা লোকজন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে গতকাল দুপুরে এ ভাঙচুর চালান তারা। এ সময় টিকা প্রদান বন্ধ করে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস বলেন, ২৬ ফেব্রুয়ারির পর করোনা টিকার প্রথম ডোজ দেওয়া আপাতত বন্ধ রাখা হবে- ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এমন বক্তব্য দেন। এ খবরে আজ (গতকাল) সকাল থেকে উপজেলা পরিষদে টিকা নেওয়ার জন্য বিপুলসংখ্যক লোক ভিড় জমান। অনেকে শিশু সন্তানও কোলে নিয়ে এসেছেন। দুপুর ১২টার দিকে এদের মধ্যে অনেকে ধৈর্যহারা হয়ে পড়েন। কার আগে কে টিকা নেবেন এমন প্রতিযোগিতায় লাইন ভাঙলে কয়েকজন তর্কাতর্কিতে জড়ান। একপর্যায়ে তারা পরিষদ হলরুমে টিকার একটি বুথে হামলা চালান। হলরুমের দরজা ও জানালায় ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় বন্ধ করে দেওয়া হয় টিকা প্রদান কার্যক্রম। পুলিশ ও র‌্যাবকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অনীক বিশ্বাস আরও বলেন, বুধবার (আজ) টিকা দেওয়ার জন্য বুথ ও লোক সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে জোরদার করা হবে সার্বিক নিরাপত্তাব্যবস্থা।

সর্বশেষ খবর