সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

অরক্ষিত বধ্যভূমিতে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করে শ্রদ্ধা

সাতক্ষীরা প্রতিনিধি

স্বাধীনতার ৫০ বছর পর সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পেছনে ঐতিহাসিক বধ্যভূমিতে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ সময়ে গণহত্যা দিবসে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলার অরক্ষিত বধ্যভূমিতে এবারই প্রথম অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক  হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ। বক্তারা ১৯৭১ এর গণহত্যার ৫০ বছর পরে হলেও অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন। এদিকে দিবসটি উপলক্ষে গতকাল সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির পক্ষ থেকে অস্থায়ী এ বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করা হয়েছে।

সর্বশেষ খবর