বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অবৈধ বালু তোলার তদন্ত শুরু

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে বালু উত্তোলনে জড়িতদের খুঁজে বের করতে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল পিবিআইর ইন্সপেক্টর ফরিদ উদ্দিন, তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে তদন্তে আসেন। আগামী  ৫ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে লালপুরের পদ্মা নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ হলে তা আদালতের দৃষ্টিগোচর হয়। গত ১৪ এপ্রিল স্বপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। লালপুরে পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বালু উত্তোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের খুঁজে বের করার জন্য পিবিআইকে নির্দেশ দেয় আদালত। প্রাথমিক অনুসন্ধানে কারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত তা খুঁজে বের করার পাশাপাশি আসামিদের শনাক্ত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতে বলা হয়েছে।

, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করারও নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর