দুই যুগ ধরে বন্ধ রয়েছে ফেনী-বিলোনিয়া রেল চলাচল। ফলে পরিত্যক্ত রেলপথের কোটি কোটি টাকা মূল্যের সম্পদ লুট হচ্ছে। রেললাইন, কাঠের স্লিপার, পাত, পাথর, রেলস্টেশনের অবকাঠামোর দরজা-জানালা খুলে নিয়ে যাচ্ছে চোরেরা। চলছে জবরদখল। রেললাইনের ওপর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বসতঘর। দীর্ঘদিন ধরে সরকারি সম্পদ লুটপাট হলেও যেন দেখার কেউ নেই। এভাবে অরক্ষিত অবস্থায় থাকলে অচিরেই এ রেলপথের সব সম্পদ হয়ে যাবে লুট। সরকার সুদৃষ্টি দিলে সচল হতে পরে রেলপথটি। তখন সৃষ্টি হবে কর্মস্থান। ১৯২৯ সালে ফেনী-বিলোনিয়ার রেলপথ নির্মাণ করা হয়। ২৬.৭০ কিলোমিটার রেলপথে বন্ধুয়া দৌলতপুর, আনন্দপুর, পীরবক্স মুন্সিরহাট, নতুন মুন্সিরহাট, ফুলগাজী, চিথলিয়া, পরশুরাম ও বিলোনিয়াসহ আটটি স্টেশন করা হয়। ১৯৯৭ সালের ১৭ আগস্ট রেলওয়ে কর্তৃৃপক্ষ লোকসানের অজুহাতে ফেনী-বিলোনিয়ার রেল চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় মাহবুবুল হক সেলিম জানান, এক সময় ট্রেনই ছিল এখানকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। ব্যবসায়ী সজিব জানান, কিছু অসাধু রেল কর্মকর্তার কারণে এই রুট লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। ফলে রেল কর্তৃপক্ষ ফেনী-বিলোনিয়া রুট বন্ধ করে দেয়। স্থানীয় শামীম জানান, অযত্ন-অবহেলায় সবগুলো স্টেশনের বেহাল দশা। স্টেশনগুলোর অবকাঠামো ধ্বংসের পথে। রেললাইনের পাশাপাশি পথের দুই পাশের গাছও কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। লাইনের ওপর অনেক স্থানে নির্মাণ করা হয়েছে ঘর। ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম বলেন, রেল রুট আবার চালু হলে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে চট্টগ্রাম বন্দর ও বিলোনিয়া স্থলবন্দরের পণ্য পরিবহন ও যাত্রী পারাপারে যোগ হবে নতুন মাত্রা। একাধিকবার এ রুট চালুর উদ্যোগ নিয়েও অদৃশ্য কারণে স্থগিত হয়ে যাচ্ছে। ফেনী রেলস্টেশন মাস্টার সফিকুর রহমান বলেন, রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইনটি চালুর প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, স্টেশন ঘরগুলো দখলমুক্ত করার কাজ প্রক্রিয়াধীন।
শিরোনাম
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার