নাব্য হারিয়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। ভরাট হয়ে গেছে তলদেশ। ডুবোচরে আটকা পড়ছে নৌযান। কমেছে বিদ্যুৎ ও মাছ উৎপাদন। যে হ্রদ সৃষ্টি হয়েছিল রাঙামাটিবাসীর ভাগ্য পরিবর্তনে তা এখন অস্তিত্ব সংকটে। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে হ্রদ ড্রেজিংয়ের উদ্যোগের কথা শোনা গেলেও তা কাগজ-কলমেই সীমাবদ্ধ। সিদ্ধান্তহীনতায় ঝুলে আছে ড্রেজিং কার্যক্রম। কাপ্তাই হ্রদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত দিয়েছিল। এ ছাড়া আমার কাছে নতুন কোনো তথ্য নেই। ওপর লেভেলে কাজ হচ্ছে।’ তিনি জানান, পাউবো জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় হ্রদ ড্রেজিং বিষয়ে গবেষণা করছে। সূত্র জানান, ১৯৬০ সালে পানিবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে খরস্রোতা কর্ণফুলীর ওপর বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় কাপ্তাই হ্রদ। এটা দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি। বিদ্যুতের পাশাপাশি মাছ উৎপাদন, নৌ যোগাযোগ, ভাসমান চাষাবাদ, সেচের পানি সরবরাহ, পর্যটনসহ বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা গড়ে ওঠে হ্রদ ঘিরে। গত ৬২ বছরে কাপ্তাই হ্রদের কোনো সংস্কার বা ড্রেজিং হয়নি। বছরের পর বছর পাহাড়ি ঢলে পলি ও বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে তলদেশ। আশপাশে গড়ে ওঠা স-মিল, মিলিং মিল, ফিলিং স্টেশন, জেটিঘাট, বাস ও ট্রাক টার্মিনাল, হোটেল, বাসাবাড়ি, রেস্তোরাঁসহ আবাসিক এলাকার বর্জ্য পড়ছে হ্রদে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও রাঙামাটি উন্নয়ন অধিদফতর বিএফডিসির ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, ‘কাপ্তাই হ্রদের ড্রেজিং না হওয়ায় তিনটি মৎস্য প্রজনন ক্ষেত্র রিংখিং, কাচালং ও বরকল চ্যানেল একেবারে নষ্ট হয়ে গেছে। ২০১৭ সালের পর এসব এলাকায় মাছের প্রাকৃতিক প্রজনন হয়নি। এতে কার্পজাতীয় মাছ উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। নাব্য কম থাকায় মাছ ডিম ছাড়তে পারে না।’ কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আবদুজ জাহেদ বলেন, ‘কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ঘাটতি দেখা দিয়েছে।’
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনে আপিল শুনানি চলছে
- রুশ বোমারু বিমানের টহল, প্রথম পারমাণবিক মহড়ার প্রস্তুতি
- আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক
নাব্য হারিয়েছে কাপ্তাই হ্রদ
কমেছে বিদ্যুৎ ও মাছ উৎপাদন ॥ ব্যাহত নৌ চলাচল
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর