বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

ঋণের নামে লাখ লাখ টাকা নিয়ে উধাও এনজিও

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের কয়েকটি গ্রামের কিছু দরিদ্র নারীকে ঋণ  দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সঞ্চয়ের টাকা নিয়ে পালিয়ে গেছে এক এনজিও ম্যানেজার। এ ঘটনায় ভাড়া অফিসের বাড়ির মালিক আব্দুল কাদের, আর্স বাংলাদেশ নামের ওই এনজিওর পরিচালক বেলাল হোসেন এবং পলাতক ওই ম্যানেজারের বিরুদ্ধে মঙ্গলবার রাতে সদর থানায় প্রতারণার অভিযোগ করেছেন ওই নারীরা। পলাতক ওই ম্যানেজোরের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে ওই এনজিও কর্মকর্তা ১০/১২ দিন আগে শাখা অফিস হিসেবে  পুরাতন পঞ্চগড়ের ধাক্কামাড়া এলাকার আব্দুল কাদেরের বাড়ি ভাড়া নিয়ে শাখা অফিস স্থাপন করে। ওই এনজিওর প্রধান অফিস যশোর সদর উপজেলার কতোয়ালি থানার কাজী পাড়া কাঁঠালতলার ২০৩ নাম্বার বাড়ি। পাস বইয়ে রেজিস্ট্র্রেশন নাম্বারও উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে আর্স বাংলাদেশেরর পঞ্চগড় শাখার ওই  কর্মকর্তা গত মে মাসের শেষের দিকে সদর উপজেলার পূর্ব ইসলামবাগ, সীতাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের ৪৩ জন  নারীকে সদস্য করেন। ১০/১২ জন নারীকে নিয়ে একটি করে দল গঠন করেন তিনি । প্রত্যেক সদস্যের কাছ থেকে ২০০ টাকা করে সঞ্চয় জমা নেন। পরে তাদেরকে ১ লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। ঋণ পেতে আগ্রহীদেরকে আরও ১০ হাজার টাকা সঞ্চয় জমা করার নির্দেশনাও দেন তিনি। ওই কর্মকর্তা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে নিজের পরিচয় দেন। তার মোবাইল নাম্বারও সদস্যদেরকে প্রদান করেন। তার মোবাইল নাম্বার ০১৭৫৯৯৭৩২০। গত ৫ জুন তিনি ঋণ পেতে আগ্রহীদের কাছ থেকে ১০ হাজার টাকা করে সঞ্চয় চাইলে প্রায় ওই ৪৩ সদস্য প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা তাঁকে সঞ্চয় হিসেবে জমা দেন। তিনি তাদেরকে ৭ জুন দুপুরে অফিসে এসে ঋণের টাকা গ্রহণ করতে বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর