পঞ্চগড়ের কয়েকটি গ্রামের কিছু দরিদ্র নারীকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সঞ্চয়ের টাকা নিয়ে পালিয়ে গেছে এক এনজিও ম্যানেজার। এ ঘটনায় ভাড়া অফিসের বাড়ির মালিক আব্দুল কাদের, আর্স বাংলাদেশ নামের ওই এনজিওর পরিচালক বেলাল হোসেন এবং পলাতক ওই ম্যানেজারের বিরুদ্ধে মঙ্গলবার রাতে সদর থানায় প্রতারণার অভিযোগ করেছেন ওই নারীরা। পলাতক ওই ম্যানেজোরের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে ওই এনজিও কর্মকর্তা ১০/১২ দিন আগে শাখা অফিস হিসেবে পুরাতন পঞ্চগড়ের ধাক্কামাড়া এলাকার আব্দুল কাদেরের বাড়ি ভাড়া নিয়ে শাখা অফিস স্থাপন করে। ওই এনজিওর প্রধান অফিস যশোর সদর উপজেলার কতোয়ালি থানার কাজী পাড়া কাঁঠালতলার ২০৩ নাম্বার বাড়ি। পাস বইয়ে রেজিস্ট্র্রেশন নাম্বারও উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে আর্স বাংলাদেশেরর পঞ্চগড় শাখার ওই কর্মকর্তা গত মে মাসের শেষের দিকে সদর উপজেলার পূর্ব ইসলামবাগ, সীতাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের ৪৩ জন নারীকে সদস্য করেন। ১০/১২ জন নারীকে নিয়ে একটি করে দল গঠন করেন তিনি । প্রত্যেক সদস্যের কাছ থেকে ২০০ টাকা করে সঞ্চয় জমা নেন। পরে তাদেরকে ১ লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। ঋণ পেতে আগ্রহীদেরকে আরও ১০ হাজার টাকা সঞ্চয় জমা করার নির্দেশনাও দেন তিনি। ওই কর্মকর্তা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে নিজের পরিচয় দেন। তার মোবাইল নাম্বারও সদস্যদেরকে প্রদান করেন। তার মোবাইল নাম্বার ০১৭৫৯৯৭৩২০। গত ৫ জুন তিনি ঋণ পেতে আগ্রহীদের কাছ থেকে ১০ হাজার টাকা করে সঞ্চয় চাইলে প্রায় ওই ৪৩ সদস্য প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা তাঁকে সঞ্চয় হিসেবে জমা দেন। তিনি তাদেরকে ৭ জুন দুপুরে অফিসে এসে ঋণের টাকা গ্রহণ করতে বলেন।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
ঋণের নামে লাখ লাখ টাকা নিয়ে উধাও এনজিও
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর