শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

সমবেদনা জানিয়ে দোকান বন্ধ রাখলেন ব্যবসায়ীরা

জুয়েলার্সে ডাকাতি

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে ডাকাতি ও ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়ে দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির (বাজুস) ভালুকা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা বাবু জানান, ঘটনার পর জুয়েলার্স মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সমবেদনা জানিয়ে গতকাল উপজেলার সব সোনার দোকান বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, বুধবার রাতে ভালুকা-গফরগাঁও সড়কে বাসস্ট্যান্ড এলাকার প্রদীপ জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে। সোনা লুট শেষে পালিয়ে যাওয়ার সময় ডাকাতের ছোড়া গুলি অধীরের পায়ে বিদ্ধ হয়। ভালুকা থানার ওসি কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর