শিরোনাম
শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাইয়ের পরিকল্পনায় গলা কেটে হত্যা

প্রতিবন্ধী খুনের রহস্য উদঘাটন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী নারজু খাতুন (২৮) হত্যার দেড় বছর পর রহস্য উদঘাটন করেছে সিআইডি পুলিশ। প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশে বড় ভাই আতাহার সরদার ও তার স্বজনরা নারজুকে গলা কেটে হত্যা করেছে। সরোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যার মূল পরিকল্পনাকারী নারজুর বড় ভাইসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে সিআইডি ইন্সপেক্টর ওহেদুজ্জামান। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের আতাহার হোসেনের ছেলে সবুজ বাদী হয়ে তার ফুফু নারজু বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে মর্মে থানায় মামলা করেন। মামলায় প্রতিপক্ষকে আসামি করা হয়। প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে, বাদীপক্ষ এবং আসামিপক্ষ একই এলাকার বাসিন্দা। ধোলাই নদীর জলকরসহ নানা বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ বিষয় মাথায় নিয়ে সিআইডি গভীরভাবে তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন আসামি সরোয়ার হোসেন সনজুকে আটক করে। সনজু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে উল্লেখ করেন, প্রতিপক্ষকে ঘায়েল এবং এলাকায় আধিপত্য বিস্তারের জন্য নিজেদের কাউকে হত্যা করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের ২৪ ডিসেম্বর রাতে নারজু খাতুনের বড় ভাই আতাহারের নির্দেশে নারজুকে গলা কেটে হত্যা করা হয়।

সর্বশেষ খবর