সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

বিজয়নগরে বছরে ৫০ কোটি টাকার ফল বিক্রি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিজয়নগর ফলের স্বর্গরাজ্য নামে পরিচিত। সীমান্তবর্তী জেলা বিজয়নগর। জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। বিজয়নগরের মাটি ফল চাষের জন্য খুবই উপযোগী। বর্তমানে দেশি-বিদেশি অনেক ধরনের ফলেরই বাণিজ্যিক চাষ হচ্ছে এখানে। জানা গেছে, প্রতি বছর এ উপজেলায় প্রায় ৫০ কোটি টাকার ফল উৎপাদন হয়। উৎপাদিত দেশি ফলের মধ্যে রয়েছে লিচু, কাঁঠাল, আম, জাম, মালটা, কমলা ও লটকন। বিদেশি ফলের মধ্যে রয়েছে আপেল, আঙ্গুর, ড্রাগন ইত্যাদি। চলতি বছর বিজয়নগর উপজেলায় ৪১৪ হেক্টর জমিতে লিচু, ৩১৫ হেক্টর জমিতে কাঁঠাল ও ৬৫ হেক্টর জমিতে মাল্টার চাষ করা হয়েছিল। বর্তমানে বিজয়নগর উপজেলার প্রায় ১৮ হেক্টর জমিতে লটকনের চাষ করা হয়েছে। ইতোমধ্যে এ লকটন বিক্রিও শুরু হয়েছে। প্রতি কেজি লটকন পাইকারিভাবে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। সংশ্লিষ্টরা জানান, চলতি বছর বিজয়নগরে প্রায় কোটি টাকার লটকন বিক্রির সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হওয়ায় লটকন চাষিদের মধ্যেও আগ্রহ বাড়ছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, লটকনের রয়েছে পুষ্টি ও ঔষধি গুণ।

সর্বশেষ খবর