কুমিল্লা নগরীর উত্তরের ১৮৫টি ডাস্টবিনে প্রতিদিন পড়ছে পৌনে ২০০ টন আবর্জনা। দক্ষিণ অংশে এখনো গড়ে উঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। কুমিল্লা সিটি করপোরেশনের আবর্জনা ফেলা হয় নগরী সংলগ্ন জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকায়। জনবসতির পাশে আবর্জনা ফেলায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয়রা জানান। বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে জনবল সংকট। যে জনবল আছে তাদের জন্য নেই সুরক্ষাসামগ্রী। সিটি করপোরেশন বলছে, এক-দুই বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদন করা হবে। এ ছাড়া আবর্জনা ফেলার আরও দুটি স্থান নির্ধারণ করা হতে পারে। সরেজমিনে দেখা যায়, কুমিল্লা নগরী দক্ষিণের ৯টি ওয়ার্ডে ডাস্টবিন নেই বললেই চলে। যে যার মতো সড়কে, বাড়ির পাশের গর্তে আবর্জনা ফেলছেন। পুরনো ১৮টি ওয়ার্ডের ময়লা-আবর্জনা বিবিরবাজার স্থলবন্দর সড়কের পাশে জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুরে ফেলা হয়। খোলা আকাশের নিচে আবর্জনার স্তূপ থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। দৌলতপুর গ্রামের আমিরুল ইসলাম জানান, ৩০ বছর ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে বসবাস করা দায়। শুধু শুনছি ময়লা পরিশোধন করা হবে, বাস্তবায়ন দেখছি না। কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নগরীতে আগে ৫ লাখ লোক ছিল। এখন ১২ লাখের বেশি। প্রতিদিন ২৭টি ট্রাক ১৬২ টনের বেশি বর্জ্য সংগ্রহ করে। ফলের মৌসুমে তা ১৮০ টন ছাড়িয়ে যায়। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের জনবল আছে ৪২৪ জন। আরও ২০০ জনবল পেলে কাজের গতি বাড়বে। তিনি আরও বলেন, দক্ষিণ অংশে এখনো তেমন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠেনি। গোমতীর উত্তর পাড়ে ও সিটির দক্ষিণ এলাকায় আরও দুটি স্থান অধিগ্রহণ করে আবর্জনা ফেলার পরিকল্পনা রয়েছে।
শিরোনাম
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় পিছিয়ে দক্ষিণাঞ্চল
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর