কুমিল্লা নগরীর উত্তরের ১৮৫টি ডাস্টবিনে প্রতিদিন পড়ছে পৌনে ২০০ টন আবর্জনা। দক্ষিণ অংশে এখনো গড়ে উঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। কুমিল্লা সিটি করপোরেশনের আবর্জনা ফেলা হয় নগরী সংলগ্ন জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকায়। জনবসতির পাশে আবর্জনা ফেলায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয়রা জানান। বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে জনবল সংকট। যে জনবল আছে তাদের জন্য নেই সুরক্ষাসামগ্রী। সিটি করপোরেশন বলছে, এক-দুই বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদন করা হবে। এ ছাড়া আবর্জনা ফেলার আরও দুটি স্থান নির্ধারণ করা হতে পারে। সরেজমিনে দেখা যায়, কুমিল্লা নগরী দক্ষিণের ৯টি ওয়ার্ডে ডাস্টবিন নেই বললেই চলে। যে যার মতো সড়কে, বাড়ির পাশের গর্তে আবর্জনা ফেলছেন। পুরনো ১৮টি ওয়ার্ডের ময়লা-আবর্জনা বিবিরবাজার স্থলবন্দর সড়কের পাশে জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুরে ফেলা হয়। খোলা আকাশের নিচে আবর্জনার স্তূপ থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। দৌলতপুর গ্রামের আমিরুল ইসলাম জানান, ৩০ বছর ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে বসবাস করা দায়। শুধু শুনছি ময়লা পরিশোধন করা হবে, বাস্তবায়ন দেখছি না। কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নগরীতে আগে ৫ লাখ লোক ছিল। এখন ১২ লাখের বেশি। প্রতিদিন ২৭টি ট্রাক ১৬২ টনের বেশি বর্জ্য সংগ্রহ করে। ফলের মৌসুমে তা ১৮০ টন ছাড়িয়ে যায়। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের জনবল আছে ৪২৪ জন। আরও ২০০ জনবল পেলে কাজের গতি বাড়বে। তিনি আরও বলেন, দক্ষিণ অংশে এখনো তেমন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠেনি। গোমতীর উত্তর পাড়ে ও সিটির দক্ষিণ এলাকায় আরও দুটি স্থান অধিগ্রহণ করে আবর্জনা ফেলার পরিকল্পনা রয়েছে।
শিরোনাম
- দুপুরের খাবারের পরে ১০ মিনিট কেন হাঁটবেন?
- ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত
- দুদকের সেই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
- বর্ষায় ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ যেভাবে দূর করবেন
- সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা দেশের ৬ অঞ্চলে
- বৃষ্টিতে বির্পযস্ত ঝিনাইদহের জনজীবন
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় পিছিয়ে দক্ষিণাঞ্চল
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর