কুমিল্লা নগরীর উত্তরের ১৮৫টি ডাস্টবিনে প্রতিদিন পড়ছে পৌনে ২০০ টন আবর্জনা। দক্ষিণ অংশে এখনো গড়ে উঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। কুমিল্লা সিটি করপোরেশনের আবর্জনা ফেলা হয় নগরী সংলগ্ন জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকায়। জনবসতির পাশে আবর্জনা ফেলায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয়রা জানান। বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে জনবল সংকট। যে জনবল আছে তাদের জন্য নেই সুরক্ষাসামগ্রী। সিটি করপোরেশন বলছে, এক-দুই বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদন করা হবে। এ ছাড়া আবর্জনা ফেলার আরও দুটি স্থান নির্ধারণ করা হতে পারে। সরেজমিনে দেখা যায়, কুমিল্লা নগরী দক্ষিণের ৯টি ওয়ার্ডে ডাস্টবিন নেই বললেই চলে। যে যার মতো সড়কে, বাড়ির পাশের গর্তে আবর্জনা ফেলছেন। পুরনো ১৮টি ওয়ার্ডের ময়লা-আবর্জনা বিবিরবাজার স্থলবন্দর সড়কের পাশে জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুরে ফেলা হয়। খোলা আকাশের নিচে আবর্জনার স্তূপ থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। দৌলতপুর গ্রামের আমিরুল ইসলাম জানান, ৩০ বছর ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে বসবাস করা দায়। শুধু শুনছি ময়লা পরিশোধন করা হবে, বাস্তবায়ন দেখছি না। কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নগরীতে আগে ৫ লাখ লোক ছিল। এখন ১২ লাখের বেশি। প্রতিদিন ২৭টি ট্রাক ১৬২ টনের বেশি বর্জ্য সংগ্রহ করে। ফলের মৌসুমে তা ১৮০ টন ছাড়িয়ে যায়। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের জনবল আছে ৪২৪ জন। আরও ২০০ জনবল পেলে কাজের গতি বাড়বে। তিনি আরও বলেন, দক্ষিণ অংশে এখনো তেমন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠেনি। গোমতীর উত্তর পাড়ে ও সিটির দক্ষিণ এলাকায় আরও দুটি স্থান অধিগ্রহণ করে আবর্জনা ফেলার পরিকল্পনা রয়েছে।
শিরোনাম
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় পিছিয়ে দক্ষিণাঞ্চল
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর