যান্ত্রিক জীবনের প্রশান্তি আনতে চলনবিলে নৌকা ভ্রমণে আগ্রহ বেড়েছে পর্যটকের। চলনবিলের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানা এবং ভরা বর্ষায় নির্মল বিনোদনের জন্য এখানে ভিড় করছেন ভ্রমণপিপাসুরা। বিশাল জলরাশির উত্তাল ঢেউ, বিশুদ্ধ বাতাস, শ্রাবণের জোসনা, মেঘ-রৌদ্দুর খেলা, ডিঙি নৌকায় মাছ ধরা, পিকনিক পার্টির নৌকায় উন্মাদনা ইত্যাদি উপভোগ করা যায় চলনবিলে। এর এক কিলোমিটার এলাকার মধ্যে খুবজীপুরে প্রতিষ্ঠিত হয়েছে ‘চলনবিল জাদুঘর। এই জাদুঘরে রয়েছে চলনবিলের হাজার বছরের কৃষ্টি, ইতিহাস-ঐতিহ্যের দর্শন। বর্তমানে জাদুঘরটি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। পাশের সিংড়া উপজেলায় আছে ঘাসি দেওয়ানের মাজার। তাড়াশ উপজেলায় রয়েছে জমিদারবাড়ি। নওগাঁয় রয়েছে শাহ্ শরীফজিন্দানীর (র.) মাজার শরীফ। আর নাটোর সদরে অবস্থিত উত্তরা গণভবনসহ রানী ভবনীর স্থাপনা। এসব ঘিরে দিন দিন আগ্রহ বাড়ছে পর্যটকের। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন বলেন, এশিয়ার বড় বিল চলনবিল। দেশের নানা প্রান্ত থেকে বর্ষায় চলনবিলের নির্মল আনন্দ উপভোগ করতে আসেন মানুষ। একসময় পর্যটকদের বসার জায়গার অভাব, গাড়ি পার্কিং, আলোসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় ভ্রমণ উপভোগ্য ছিল না। পর্যটকের এসব সুবিধা নিশ্চিত করে গড়ে উঠেছে স্বর্ণদ্বীপসহ কয়েকটি বিনোদন স্পট। এগুলো হয়েছে ব্যক্তি উদ্যোগে। আগামীতে পর্যটকদের সব সুবিধা নিশ্চিত করতে প্রশাসন পদক্ষেপ নেবে। সম্প্রতি গিয়ে দেখা যায়, চলনবিলের থইথই পানিতে মাটি ফেলে উঁচু করে সেখানে তৈরি করা হয়েছে ঘর। বসার জন্য রাখা হয়েছে চেয়ার-টেবিল। রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য টেবিলে বসানো হয়েছে ছাতা। রয়েছে চা-কফিসহ নানা খাবার। টয়লেট সেবাও আছে। বৃষ্টির সময় এসব ঘরের বারান্দায় আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। মূল সড়ক থেকে বিনোদন কেন্দ্রে চলাচলের জন্য প্রায় ৩০০ মিটার বাঁশের সেতু তৈরি করা হয়েছে। কথা হয় ঘুরতে আসা আনারুল ইসলাম, আনিসুর রহমান, পপি আক্তারসহ কয়েকজনের সঙ্গে। তাদের ভাষ্য, উপজেলায় বিনোদনের ব্যবস্থা নেই। কর্মব্যস্ত দিন কাটে। শেষ বিকালে একটু প্রশান্তির জন্য চলনবিলে আসি। ক্লান্ত ঝেরে ফেলে ফ্রেশ হয়ে বাড়ি ফিরি। স্থানীয় খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, ২০১০ সালে স্থানীয় এমপি আবদুল কুদ্দুস গুরুদাসপুর-তাড়াশ পর্যন্ত চলনবিলের মাঝখান দিয়ে পাকা সড়ক ও সেতু নির্মাণ করেন। এরপর থেকেই স্থানীয় লোকজনসহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ চলনবিল দেখতে আসছেন। তাদের সুবিধার জন্য সেতু ও বিনোদন কেন্দ্রে ২৫টি সোলার প্যানেল, বসার জায়গা, গাড়ি পার্কিং-নিরাপত্তাসহ নানা সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের সমাগম ঘটে এখানে।
শিরোনাম
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের