শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

শ্রমিক সংকটে বিপাকে কৃষক

নাটোর প্রতিনিধি

নাটোরের চলনবিলজুড়ে শুরু হয়েছে মাছ ধরা ও ধানের বীজ রোপণের ব্যস্ততা। তবে খুশি নন কৃষকরা। কয়েক দফা ঝড়-বৃষ্টিতে মাঠের বেশিরভাগ ধান গাছ এখন পানির নিচে। অন্যদিকে শ্রমিকের মজুরিও গুনতে হচ্ছে গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। এরপরও প্রয়োজনমতো শ্রমিক পাওয়া যাচ্ছে না। একদিকে শ্রমিক সংকট অন্যদিকে বৃষ্টির কারণে চাষিরা পড়েছেন বিপাকে। চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার চকসিংড়া মহল্লার কৃষক আবদুস সোবাহান বলেন, ধান কাটার পর বৃষ্টির কারণে শ্রমিক চলে গেছে। খেত থেকে ধান বাড়ি নেওয়ার জন্য পাঁচদিন খোঁজার পর অধিক মজুরিতে শ্রমিক পেয়েছি।

 তবে বৃষ্টিতে ভিজে ধানের অবস্থা খারাপ হয়ে গেছে। বনকুড়ইল গ্রামের নাজমুল হক বলেন, ধান কাটার জন্য অনেক খুঁজে দিনে ১১০০ টাকা মজুরিতে শ্রমিক পেয়েছি। ধকতুয়াবাড়ি এলাকার সাজু আহমেদ বলেন, দৈনিক হাজার টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধান আবাদে খরচ অনেক। সে তুলনায় ফলন কম। এ বছর অনেক লোকসান হবে। কয়েকজন কৃষক জানান, বোরো খেতে যখন ফুল বের হয়েছে তখনই ঝড়ে গাছ ন্যুয়ে মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিদের খরচের টাকাও উঠবে না। তাছাড়া শ্রমিক সংকটের কারণে ধান কাটা যাচ্ছে না। জমিতে পানি জমে থাকায় শ্রমিকরা কাজ করতে চাচ্ছেন না। ফলে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। মজুরি বেশি নেওয়ার বিষয়ে শ্রমিকরা বলেন, বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে বেশি নিতেই হবে। যে টাকা পাই তা দিয়ে চাল, ডাল, তেল কিনতেই শেষ। সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ বছর উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৩০০ হেক্টর। তা অর্জিত হয়েছে। এখন পর্যন্ত ৯০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। তবে বৃষ্টির কারণে শ্রমিক সংকট রয়েছে।

সর্বশেষ খবর