রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় সিন্ডিকেটের কবজায় সার

সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে আমনের ভরা মৌসুমে সিন্ডিকেটের কবজায় ইউরিয়া সার। পর্যাপ্ত মজুদ থাকার পরও কৃষক সার পাচ্ছেন না। কৃত্রিমভাবে সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, নানা অজুহাতে হঠাৎ খোলা বাজারে সার বিক্রি বন্ধ করে দিয়েছেন ডিলাররা। সেই সঙ্গে সাব-ডিলার ও ব্যবসায়ীরাও সার না পাওয়ার কথা বলে বিক্রি বন্ধ রেখেছেন। ফলে শেরপুর উপজেলার কৃষকদের মধ্যে সারের জন্য হাহাকার তৈরি হয়েছে। সার পেতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন তারা। ডিলারের দোকানে সাত-আট ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাচ্ছেন না। কিন্তু বেশি দাম দিলে ঠিকই মিলছে সার। উপজেলা কৃষি অফিস জানায়, শেরপুরে বিসিআইসি অনুমোদিত সারের ডিলার রয়েছেন ১২ জন। আর বিআরডিসির ডিলার আছেন ২১ জন। এ ছাড়া আছেন শতাধিক খুচরা সার ব্যবসায়ী। কৃষিনির্ভর এই উপজেলায় চলতি আমন মৌসুমে ২১ হাজার ৮৬০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সেই লক্ষ্যমাত্রা পূরণও হয়েছে। এসব জমিতে ইউরিয়া সার দেওয়ার এখনই উপযুক্ত সময়। চলতি আগস্ট মাসে ৯০৭ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছে। সে অনুযায়ী ডিলাররা সার উত্তোলন করে কৃষকদের কাছে বিক্রি করছেন। শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের কৃষক মাহবুবার রহমান বলেন, এবার ১০ বিঘা জমিতে আমন চাষ করেছি। চারা লাগানোর পর ২০ দিন পার হতে চলেছে। এখন সার দেওয়ার সময়, কিন্তু সার পাওয়া যাচ্ছে না। ডিলার ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছে ধরনা দিয়েও লাভ হচ্ছে না। সার নেই বলে তাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। রমজান আলী নামে আরেক কৃষক জানান, সারের জন্য হন্যে হয়ে ঘুরেছি। ডিলারের দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পর মাত্র এক বস্তা সার পেয়েছি। যা দিয়ে কোনো কাজই হবে না। কারণ আমার প্রয়োজন সাত বস্তা।

উচরং গ্রামের শাফি উদ্দিন বলেন, ডিলার-ব্যবসায়ীদের কাছে সার কিনতে গেলে পাচ্ছি না। আবার বেশি টাকা দিলেই সার পাওয়া যাচ্ছে। এক কথায় আমরা সার সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে গেছি। শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, সারের কোনো সংকট নেই। কৃষকের চাহিদা অনুযায়ী সার বরাদ্দ দেওয়া হয়েছে। ডিলাররা সেই সার উত্তোলন করে বিক্রি করছেন। আমাদের দফতর থেকে মনিটরিং করা হচ্ছে। এরপরও সার পেতে কোথাও সমস্যা হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির সুযোগ নেই বলেন জানান তিনি।

 

সর্বশেষ খবর