সাতক্ষীরা ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালামকে বহিষ্কারের প্রতিবাদে গতকাল দ্বিতীয় দিনের মতো ক্লাসবর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে মানববন্ধন শুরু করে ছাত্রীছাত্রীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। এ সময় তারা ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন।
জানা যায়, সম্প্রতি বিদ্যালয় ম্যানিজিং কমিটি প্রধান শিক্ষক আব্দুস সালামের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, শিক্ষার্থীদের কাছে বই বিক্রি, স্কুল ফান্ডের টাকা উত্তোলনসহ নানা অভিযোগ তোলে। এসব অভিযোগের তদন্ত ছাড়াই তাকে বহিষ্কার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা রবিবার থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের দাবি, প্রধান শিক্ষক স্বপদে বহাল না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবে না।