মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সার-বীজের মূল্য বৃদ্ধিতে হতাশ সবজি চাষিরা

কুড়িগ্রাম প্রতিনিধি

সার-বীজের মূল্য বৃদ্ধিতে হতাশ সবজি চাষিরা

শীতকালীন আগাম সবজি খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক -বাংলাদেশ প্রতিদিন

কুড়িগ্রামে প্রায় সারা বছরই সবজি চাষ হয়। তবে কৃষকরা শীতকালীন সবজি আবাদ করে বেশি। ভালো দাম ও ফলন পাওয়ায় শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়ছে। চলতি বছর বৈরী আবহাওয়া, সার, বীজ ও কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে এ জেলায় আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষিরা দুশ্চিন্তায় পড়েছে। অসময়ে বৃষ্টি ও উষ্ণ আবহাওয়ার কারণে মাঠেই বীজ শুকিয়ে মরে যাচ্ছে। পলিথিন-কাঁথা দিয়ে ঢেকেও রক্ষা করা যাচ্ছে না। সরকারিভাবে সারের সংকট  নেই বলা হলেও কৃষকরা বলছে, চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তাও দ্বিগুণ মূল্যে কিনতে হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, চলতি মৌসুমে রাজারহাট উপজেলার ছিনাই এবং সদর উপজেলার কাঁঠালবাড়ীতে আগামভাবে ফুলকপি এবং বাঁধাকপি চাষ করা হচ্ছে। গত বছর প্রায় ৭০  হেক্টর জমিতে আগাম চাষ করা হলেও এবার ৯০ হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষকরা। জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত কোম্পানি থেকে বীজ নিয়ে পুলি তৈরির কাজ করা হয়। চলতি বছর অতিরিক্ত বৃষ্টি ও প্রখর রোদে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এর ওপর সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে অতিরিক্ত খরচ হচ্ছে। ফলে আগাম চাষ করে এবার বিপাকে রয়েছে চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আজিজুল ইসলাম বলেন, ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে জেলায় আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষ। সাম্প্রতিক খরা ও অতিবৃষ্টির কারণে চারার কিছুটা ক্ষতি হয়েছে। কৃষকরা নতুনভাবে আবারও চারা রোপণ করছে। সবজির মান বৃদ্ধির জন্য আমরা কৃষকদের জৈব সার ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। জেলায় সারের কোনো সংকট নেই বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর