শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সদর হাসপাতালে অনিয়ম বন্ধের দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চিকিৎসা সেবার মান বৃদ্ধির দাবিতে নাগরিক মঞ্চ গতকাল শুক্রবার ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধা সদর হাসপাতালে দুর্নীতি-অনিয়ম বন্ধ করাসহ জনবল বৃদ্ধি, সরকারি বরাদ্দকৃত ওষুধ সরবরাহ, এক্সরে, আলট্রাসনোগ্রাম মেশিন চালু, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দুর্নীতিবাজদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।  চিকিৎসা সেবা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু, নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, মানবাধিকার কর্মী সহিদুল ইসলাম, অঞ্জলি রানি দেবী, মৃণাল কান্তি বর্মণ, নূর মোহাম্মদ বাবু, খিলন রবিদাস, সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর