শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর নামের বানান ভুল

রাতের আঁধারে তুলে নেওয়া হলো রাস্তার উদ্বোধনী নামফলক

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতায় সম্পন্ন হওয়া দুটি রাস্তার কাজের উদ্বোধনী নামফলক রাতের আঁধারে ভেঙে তুলে ফেলা হয়েছে। এ দুটি নামফলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানানটি ভুল লেখা হয়েছিল। বিষয়টি সংবাদকর্মীদের নজরে এলে গত বুধবার রাতে নামফলকগুলো সরিয়ে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নামফলকে প্রধানমন্ত্রীর নামের সঠিক বানান শেখ হাসিনার পরিবর্তে লেখা হয়েছিল ‘শেখ হাসিন’। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী এবং জনসাধারণের মাঝে।

 

সর্বশেষ খবর