মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বর্তমানে কোনো যাত্রীছাউনি নেই। দুটি যাত্রীছাউনি ছিল কিন্তু রাস্তা প্রশস্ত করার সময় সে দুটি ভেঙে ফেলা হয়। যাত্রীরা রোদবৃষ্টিতে ছাউনি ছাড়াই দাঁড়িয়ে থাকেন বাসের অপেক্ষায়। ভেঙে ফেলা যাত্রীছাউনি দুটির একটি নির্মাণ করেছিল মানিকগঞ্জ পৌরসভা, আরেকটি জেলা পরিষদ। যাত্রীছাউনি না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। সরেজমিন দেখা যায়, বাসের জন্য লোকজন প্রচ- রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বৃষ্টির মধ্যেও তারা গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করেন। জেলাবাসীর রাজধানীতে যাতায়াতের অন্যতম মাধ্যম ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ। জেলার শিবালয়, ঘিওর, দৌলতপুর, হরিরামপুরসহ বিভিন্ন উপজেলার লোকজন সাধারণ যানবাহনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এসে জড়ো হন। তারপর দূরপাল্লার যানবাহনে উঠে ঢাকাসহ বিভিন্ন স্থানে যান। কিন্তু বাসস্ট্যান্ডে এসে যাত্রীরা পড়েন মহাবিপাকে। এখানে যাত্রীদের বসার কোনো ধরনের ব্যবস্থা নেই। নেই কোনো পাবলিক টয়লেট। যাত্রীছাউনি না থাকায় দূরদূরান্তের যাত্রীরা রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান। এখানে এসে বয়স্ক ও শিশুরা হয়ে পড়েন একেবারে অসহায়। ঢাকাগামী মিরাজ হোসেন বলেন, ‘আমাদের বাড়ি দৌলতপুর। যমুনা নদী পাড়ি দিয়েছি ইঞ্জিনচালিত নৌকায়। তারপর লোকাল বাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এসে একটু ভালো বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু কোনো যাত্রীছাউনি না থাকায় রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন।’ আরেক যাত্রী রেবেকা বলেন, ‘আমি জাফরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছি। একটি পোশাক কারখানায় কাজ করি। মা এবং সাত বছরের সন্তান মৌটুসি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছেন।’ তিনি আরও বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি থাকবে না ভাবাই যায় না।’ পৌরসভার প্যানেল মেয়র তছলিম হৃদয় বলেন, ‘রাস্তা প্রশস্ত করার সময় পৌরসভা নির্মিত যাত্রীছাউনিটি ভাঙা পড়ে। পুনরায় যাত্রীছাউনি করার জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গার ব্যবস্থা হলে দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক যাত্রীছাউনি করা হবে।’ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনও একই কথা বলেন। তিনি বলেন, ‘মহাসড়কের পাশে জেলা পরিষদের নিজস্ব জায়গা নেই। যাত্রীছাউনি করার জন্য জায়গার ব্যবস্থা হলে একটি মানসম্পন্ন যাত্রীছাউনি করা হবে।’
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
যাত্রীছাউনি না থাকায় ভোগান্তি
মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর