শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পঞ্চগড়ে বিদ্যালয়ে নিয়োগবাণিজ্য

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার মানিকপীর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও এক সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অফিস সহায়ক ও আয়া পদে লোক নিয়োগের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চাকরিপ্রার্থী আদালতে মামলা করেছেন। মামলার পর ম্যানেজিং কমিটির সদস্য সাজেদুর রহমান সাজুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম জামিনে রয়েছেন।

অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষককের চাকরির মেয়াদ আগামী ৯ অক্টোবর শেষ হবে। এ কারণে তড়িঘড়ি করে দুটি পদে নিয়োগ দেওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত করেন তিনি। দুটি পদে নিয়োগ দিতে পছন্দের দুই প্রার্থীর কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা নিয়েছেন তারা। চাকরিপ্রার্থীরা প্রধান শিক্ষকসহ অভিযুক্ত অন্যদের বিরুদ্ধে জেলা প্রশাসকের বরাবর অভিযোগ দাখিল করেছেন এই অবৈধ নিয়োগ বন্ধ করতে। এ বিষয়ে প্রধান শিক্ষকসহ অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

সর্বশেষ খবর