সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিশ্বনাথ পৌরসভায় কে হচ্ছেন প্রথম মেয়র?

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার নির্বাচন। ভোটের আর মাত্র দুই দিন বাকি। ২ নভেম্বর ভোটকে ঘিরে বইছে উৎসবের আমেজ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পৌর এলাকার অলিগলি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা। কে হচ্ছেন বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র এটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মো. ফারুক আহমদ (নৌকা ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মুহিবুর রহমান (জগ), উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন (হ্যাঙ্গার), যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না (মোবাইল ফোন ), উপজেলা আল-ইসলাহ নেতা মো. ফয়জুল ইসলাম (চামচ), জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শিব্বির আহমদ (খেজুর গাছ), যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন (নারকেল গাছ )।

 

সর্বশেষ খবর